রিয়াজ
বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি
সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতায় সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে অনেক সাধারণ মানুষ। এমনকি বাদ যায়নি দেশের তারকারাও। এবার বানভাসীদের পাশে দাঁড়াল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।বুধবার (২২ জুন) সকালে সিলেটে পৌঁছায় শিল্পী সমিতির নেতৃবৃন্দ। সংগঠনটির পক্ষ থেকে রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম বর্তমানে সিলেটে রয়েছে। গৌয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছেন তারা। এছাড়াও অনেককে নগদ অর্থ দিয়েও সহযোগিতা করা হয়েছে।শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক এই প্রসঙ্গ ইউএনবিকে বলেন, ‘বন্যার পরিস্থিতি আসলে নতুন করে বলার কিছু নেই। এমন সময় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের উচিত বানভাসীদের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করেছি নিজেদের সাধ্য অনুযায়ি এগিয়ে আসার। অন্যদেরও আহ্বান জানাব, এমন দিনে সিলেটাবাসী পাশে থাকার।’
আরও পড়ুন: সিলেটে বন্যা: সুরমায় পানি কমলেও বেড়েছে কুশিয়ারায়চিত্রনায় রিয়াজ বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের সামর্থ অনুযায়ি এগিয়ে এসেছি। এখানে আমরা ২ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ দেয়ার চেষ্টার করেছি। এছাড়াও এখানে সরকার নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া অনেককেই দেখছি ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’শিল্পী সমিতি ছাড়াও শোবিজের অনেকে ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে বানভাসীদের পাশে দাঁড়িয়েছে। চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা সাহায্য দিয়েছেন। এছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া দুটি সিনেমার কলাকুশলীরাও তাদের আয়ের অংশ দিয়ে বানভাসীদের সাহায্য করেছে।
আরও পড়ুন: সিলেটে বন্যায় মারা গেছে ৩ হাজারের বেশি গবাদিপশু
২ বছর আগে
রিয়াজের শ্বশুরের আত্মহত্যার ভিডিও সরানোর নির্দেশ
মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮) ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিও ছয় ঘণ্টার মধ্যে সব সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির প্রতি এ আদেশ দেন।
এছাড়া এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একইসঙ্গে বিটিআরসিকে এ বিষয়ে আগামী বুধবারের (৯ ফেব্রুয়ারি) মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন উচ্চ আদালত। বিটিআরসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর
উল্লেখ্য, বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে নিজে বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন খান।
ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ওই ব্যবসায়ী সম্পর্কে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দা ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, নিহতের স্ত্রী-সন্তান অস্ট্রেলিয়া থাকেন। আমরা জানতে পেরেছি ধানমন্ডির বাসায় তিনি একা থাকতেন। ব্যবসা-বাণিজ্যেও লোকসান করেছেন। ২০১৭ সালে ক্যান্সারে আক্রান্ত হন বলে জেনেছি। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
আরও পড়ুন: থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
মাগুরায় প্রেমিক যুগলের আত্মহত্যা!
২ বছর আগে
ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর
ফেসবুক লাইভে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমে জানান, আবু মহসিন নিজের লাইস্যান্স করা বন্দুক দিয়েই আত্মহত্যা করেছেন। পরবর্তীতে পুলিশ তার মরদেহ সেখান খেকে উদ্ধার করে।
আবু মহসিন খান পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ফেসবুক লাইভে তার একাকীত্ব এবং তার জীবনের অন্যান্য দুঃখের কথা বলেছেন।
ফেসবুক লাইভে আবু মহসিন বলেন, ‘আমার বয়স ৫৮ বছর, কোনো একসময় আমি খুব ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসার রোগে আক্রান্ত। তাই এখন আমার কোনো ব্যবসা বা কোনো কিছুই নেই। আজকের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমার অভিজ্ঞতা আপনাদের জানানো। এ অভিজ্ঞতা থেকে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন, সাবধানতা অবলম্বন করবেন। গত ৩০ তারিখ আমার খালা মারা যান। উনার একটি ছেলে, কিন্তু মা মারা যাওয়ার খবরে পেয়েও সে দেশে আসেনি। এ বিষয়টি আমাকে অনেক দুঃখ দিয়েছে।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিষপানে নববধূর আত্মহত্যা
তিনি আরও বলেন, আমার একটা ছেলে, সে অস্ট্রেলিয়াতে থাকে, আমি আমার বাসায় সম্পূর্ণ একা থাকি। খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে ভয় ঢুকে গেছে। আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি, আমার মনে হয় না, এক সপ্তাহেও কেউ জানতে পারবে না। এজন্য লাইভে আসা।’
পরে কালেমা পড়তে পড়তে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। তার আগে পিস্তলের লাইসেন্স দেখান। বলেন, আমি যেটা দিয়ে আত্মহত্যা করছি সেটি ইল্লিগ্যাল কিছু না। এটির লাইসেন্স আছে। সেটি নবায়নও করা হয়েছে। আমি চলে যাব।
লাইভের শেষ পর্যায়ে ছেলে-মেয়ের কাছে ক্ষমা চান আবু মহসিন। ১৬ মিনিট ১৫ সেকেন্ডের সময় তিনি আত্মহত্যা করেন।
অভিনেতা রিয়াজ ২০০৭ সালে আবু মহসিন খানের মেয়ে মুশফিকা তিনাকে বিয়ে করেছেন।
আরও পড়ুন: থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
বিয়ের এক সপ্তাহের মাথায় নববধূর আত্মহত্যা!
২ বছর আগে