বিশ্ব জলাভূমি দিবস
বিশ্ব জলাভূমি দিবসে ভারতে আরও দুটি রামসার সাইট ঘোষণা
ভারতে আন্তর্জাতিক জলাভূমি দিবস ২০২২ উপলক্ষে আরও দুটি নতুন রামসার সাইট ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট রামসার সাইটের সংখ্যা বেড়ে ৪৯ এ দাঁড়িয়েছে।
রামসার সাইট হলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি।
বুধবার গুজরাটের খিজদিয়া পাখি অভয়ারণ্য ও উত্তর প্রদেশের বাখিরা বন্যপ্রাণি অভয়ারণ্যকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। এএনআই এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে দেশীয়ভাবে নির্মিত সাবমেরিনের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা
দেশটির ৪৭তম রামসার সাইটটি ছিল উত্তর প্রদেশের হায়দারপুর জলাভূমি।
দেশটির কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, উন্নয়ন ও পরিবেশকে একসঙ্গে চলতে হবে। জীববৈচিত্র্যের ৪০ শতাংশই আসে জলাভূমি থেকে।
জলাভূমি দিবসের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আজ আন্তর্জাতিক জলাভূমি দিবস। ভারতে দুই লাখেরও বেশি ছোট পুকুর রয়েছে। তবে এমন কিছু রয়েছে যা সংরক্ষণ করা দরকার। ভারতে ৫২টি জাতীয় বন রয়েছে যেখানে বাঘ আছে। এছাড়া ভারতে দুটি নীল ট্যাগ সৈকত রয়েছে। আমরা আজ দুটি রামসার সাইট যুক্ত করেছি।
এই ঘোষণার মধ্য দিয়ে ভারতে এখন ১০ লাখ ৯৩ হাজার ৬৩৬ হেক্টর এলাকা জুড়ে ৪৯টি রামসার সাইট রয়েছে; যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।
আরও পড়ুন: আবারও তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা
২ বছর আগে