মুন জায়ে-ইন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘পরবর্তী পর্যায়ে’ নিয়ে যেতে আগ্রাহী কোরিয়া
বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করার ‘দৃঢ় অঙ্গীকার’ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম দেলোয়ার হোসেন শুক্রবার সিউলে দেশটির প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসে মুন জায়ে-ইনের কাছে তার পরিচয় দিতে গেলে তিনি তার দেশের অঙ্গীকারের কথা জানান।
সিউলের বাংলাদেশ দূতাবাস জানায়, এ সময় কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুং ইউই-ইয়ং এবং কোরীয় প্রেসিডেন্ট কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বের কাছে অনুপ্রেরণা: ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তারা
রাষ্ট্রদূত দু’দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন যা গত পাঁচ দশকে গভীরতা ও মাত্রায় ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।
তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের অব্যাহত প্রবৃদ্ধি এবং বাংলাদেশে কোরিয়ান কোম্পানির ক্রমবর্ধমান উপস্থিতির মাধ্যমে দেশটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায় অস্ট্রিয়া
২ বছর আগে