বিদ্যুৎ কেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ২ রুশ কর্মচারীর মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুই রুশ কর্মচারীর মৃত্যু হয়েছে । শনিবার পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সাব-কন্ট্রাক্টর কোম্পানি ট্রেস্ট রোসেমের মেকানিকেল ইঞ্জিনিয়ার শুকিন পাভেল (৪৮) এবং অন্য কোম্পানি এসএমইউ-১ এর ইনস্টলার টলমাসফ ভ্যাসিলিভ (৫৯)।
তারা দুজনেই বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের আবাসন প্রকল্প গ্রিন সিটি প্রকল্পের বাসিন্দা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
পুলিশ জানায়, ভোর ৩টার দিকে পাভেল অসুস্থ হয়ে পড়লে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে শনিবার ভোরে ১৪ তলায় সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে টলমাসফ নিহত হয়েছে বলে নিয়োগকারী সংস্থার একজন চিকিৎসক জানিয়েছেন।
ওসি আসাদুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে লাশ দুটি দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানো হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ইস্পাত কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত
২ বছর আগে