ক্লাস বন্ধ
তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহীতে শনিবার মাধ্যমিকের ক্লাস বন্ধ
তীব্র তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।
আরও পড়ুন: তাপপ্রবাহে বাকৃবিতে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে।
আরও পড়ুন: বাকৃবি: একজনও মনোরোগ বিশেষজ্ঞ নেই ৬ হাজার শিক্ষার্থীর জন্য
৭ মাস আগে
ঢাবিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরের ক্লাস বন্ধ
দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ অনলাইন ক্লাস কার্যক্রম ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।
এর আগে সারাদেশে করোনভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঢাবি কর্তৃপক্ষ।
ঢাবির উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘সরকারের সিদ্ধান্তের আলোকে আপাতত আমরা সশরীরে ক্লাসে যাচ্ছি না।
তিনি বলেন, ‘নিয়মিত ক্লাসগুলো অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে, তবে সংশ্লিষ্ট বিভাগগুলো স্থাস্ব্যবিধি মেনে পূর্বের ন্যায় সশরীরে পরীক্ষা নিতে পারবে এবং ব্যবহারিক ক্লাসগুলোও শারীরিক উপস্থিতিতে চলবে।’
শিক্ষার্থীদের সব হলগুলো স্থাস্থ্যবিধি মেনে উন্মুক্ত থাকবে বলেও উপাচার্য জানান।
আরও পড়ুন: ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধ
করোনার ঊর্ধ্বগতি: বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি
২ বছর আগে