হাইকোর্ট বিভাগ
বিচারপতি নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধায় বসবে না সুপ্রিম কোর্ট
আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
রবিবার সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি গত ৮ জানুয়ারি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানকে আপিল বিভাগে নিয়োগ দেন। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর তিন বিচারপতি শপথ নিলেও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার কারণে তিনি শপথ নিতে পারেননি।
আরও পড়ুন: বিচারপতি নাজমুল আহাসান আর নেই
বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২ বছর আগে