অজ্ঞাত লাশ উদ্ধার
সিলেটে ফুটপাত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসার সামনে ফুটপাত থেকে অজ্ঞাত এক জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানাধীন শাহজালাল তদন্ত কেন্দ্রের পুলিশ।
অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ।
আরও পড়ুন: শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা!
তিনি বলেন, লাশটি অজ্ঞাত এক ব্যক্তির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু।
স্থানীয়রা বলেছেন, মারা যাওয়া ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই এলাকায় ঘোরাফেরা করতেন। লাশটির পরিচয় শনাক্তকরণে কাজ করছে সংশ্লিষ্টরা।
বর্তমানে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে বলেও জানান তারা।
আরও পড়ুন: পাবনায় উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের লাশ উদ্ধার
১ বছর আগে
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ট্যাংরামারি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ এর মধ্যে। তার পরনে রয়েছে সাদা রঙের শার্ট ও খয়েরি রঙের প্যান্ট। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের মুখ লুঙ্গি দিয়ে বাধা ছিল। তার একটি পা ভাঙ্গা ও হাতের পাতা কাটা ছিল। এছাড়াও লাশের মাথায় আঘাত আছে।
আরও পড়ুন: গোয়ালন্দে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
তিনি জানান, পরিচয় শনাক্তের জন্য সিআইটি টিম কাজ করছে। আমাদের প্রাথমিকভাবে ধারণা এটা হত্যার ঘটনাও হতে পারে, আবার ট্রেনের কেটে মৃত্যুও হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে
কুড়িগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বানিয়াটারী হাড়িয়ার ডারা নির্মাণাধীন ব্রিজের খাল থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: গোয়ালন্দে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
স্থানীয়দের বরাতে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটাচলার সময় হঠাৎ একটি নিথর দেহ দেখতে পায় পথচারীরা। পরে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
ওসি জানান, মৃতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
২ বছর আগে