রয়েল প্যালেস
গভীর কুয়ায় আটকা পড়া মরক্কোর শিশুটি মারাই গেল
মরক্কোয় চারদিন ধরে গভীর কুয়ায় আটকা পড়া শিশুটি মারা গিয়েছে। শনিবার দেশটির রয়েল প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে।
রয়েল প্যালেস থেকে এক বিবৃতি দিয়ে মরোক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাঁচ বছর বয়সী রায়ানকে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার রাতে উদ্ধার করা হয়।
এর আগে রায়ান গত মঙ্গলবার সন্ধ্যায় মরক্কোর পার্বত্য উত্তর শেফচাউয়েন প্রদেশের ইঘরান গ্রামে তার বাড়ির বাইরের ৩২ মিটার (১০৫ ফুট) গভীর একটি কুয়ায় পড়ে যায়।
আরও পড়ুন: বাগেরহাটে ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে শিশু রোগীর ভিড়
রয়েল প্যালেস থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসনের উদ্ধার কাজে গভীরভাবে নজর রেখেছেন রাজা এবং কুয়া থেকে শিশুটিকে উদ্ধার করতে প্রয়োজনীয় সব প্রচেষ্টা করতে এবং তাঁকে জীবিত অবস্থায় বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
উদ্ধার কাজে অংশ নেয়া কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা এবং রায়ানের পরিবারকে সমর্থন দেয়ায় এলাকাবাসীর প্রশংসা করেন রাজা।
শত শত মানুষ এ উদ্ধার কাজ দেখতে ভিড় করেন। এছাড়া চারদিন ধরে উদ্ধার কাজ চলায় বিশ্ববাসী শিশুটির জন্য সমর্থন ও উদ্বেগ জানিয়ে অনলাইনে বার্তা পাঠিয়েছেন।
আরও পড়ুন: বেচে দেয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো প্রশাসন
কুয়ার চারপাশের মাটি ধসে ছেলেটির ওপর পড়তে পারে এ শঙ্কা থেকে উদ্ধার কাজটি খুবই কঠিন ছিল।
তবে ছেলেটি ঠিক কী কারণে কুয়ায় পড়েছিল তা অস্পষ্ট।
২ বছর আগে