সম্ভাব্যতা
চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই শুরু করবে সরকার: সেতুমন্ত্রী
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহায়তায় সরকার বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণে আমাদের মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে। চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।
রবিবার কোইকার একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, সরকার ৭৭ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে এবং কোরিয়া সরকার ৫১ কোটি টাকা অনুদান দেবে। ইতোমধ্যেই বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল প্রকল্পটি জরিপ করতে এখানে এসেছেন এবং তারা ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতামত বিনিময় করবেন।
প্রকল্পের আওতায় একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা তৈরি করা হবে এবং গণপরিবহন লাইন ও মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামী বছর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হবে।
আরও পড়ুন: মেট্রোরেল: দৃশ্যমান হলো ২০.১ কিলোমিটার ভায়াডাক্ট
৪ জানুয়ারি একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অন্যান্য বড় শহরের মেট্রো-রেল প্রকল্প সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এসময় প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকায় নয়, মেট্রোরেল প্রকল্প চট্টগ্রামেও হতে হবে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত মেট্রো-রেল প্রকল্পের জন্য একটি নকশা প্রস্তুত করুন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পরবর্তীতে আমাদের বড় বড় শহর, যেগুলোতে বিমানবন্দর আছে সেগুলোর জন্যও মেট্রোরেল প্রকল্পের কথা ভাবা উচিত।
ভবিষ্যতে অন্যান্য বড় শহরের জন্যও মেট্রোরেল প্রকল্প নেয়া হবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।
আরও পড়ুন: আগামী বছর বিজয় দিবসে যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল
উত্তরা থেকে আগারগাঁওয়ে পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রবিবার
২ বছর আগে