তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি
গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধিতে যেন জনঅসন্তোষ সৃষ্টি না হয় সেদিকে আমরা সজাগ রয়েছি।’
রবিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির রাজধানীর টিকাটুলির জোনাল অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব মূল্যায়ন এবং এ বিষয়ে নির্দেশনা দেয়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দায়িত্ব।
আরও পড়ুন: সরবরাহ সংকটের মধ্যেই বাড়তে পারে গ্যাসের দাম
রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন প্রতিমন্ত্রী।
বিইআরসির কাছে কোম্পানিগুলো পৃথকভাবে এ প্রস্তাব করেছে।
বিইআরসি যদি বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব গ্রহণ করে তাহলে রান্নার জন্য দুই চুলার সংযোগে ব্যয় ৯৭৫ টাকা থেকে বেড়ে দুই হাজার ১০০ টাকা এবং এক চুলার ব্যয় ৯২৫ টাকা থেকে বেড়ে দুই হাজার টাকা হবে।
নসরুল হামিদ বলেন, গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও এ সম্পর্কে জনসচেতনা বাড়াতে সরকার পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজার থেকে অনেক বেশি দামে পেট্রোলিয়াম আমদানি করতে হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিদিন ১০ কোটি টাকা লোকসান হচ্ছে। এ জন্য গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলছে।
আরও পড়ুন: প্রত্যাখ্যানের পরও ফের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব
২ বছর আগে