আসন সংখ্যা
ঢাবিতে কমছে ভর্তির আসন সংখ্যা, থাকছে না ‘ঘ’ ইউনিটও
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আসন সংখ্যা পুনর্নির্ধারণের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও সামর্থ এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি ছাত্রলীগের হল নেতাদের শ্রদ্ধা
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ জানুয়ারি দেশের বৃহৎ বিশ্ববিদ্যালয়ের জনশক্তির সর্বোচ্চ ব্যবহার এবং শিক্ষার গুণগত মান বাড়াতে এক হাজারের বেশি আসন কমানোর সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।
প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘আমরা ঘ ইউনিট আর না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজকের সভা এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। তবে একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় এটি চূড়ান্ত হবে।’
আরও পড়ুন: ঢাবিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরের ক্লাস বন্ধ
২ বছর আগে