কূটনৈতিক সমাধান
ইউক্রেনে সংকট বাড়াবে না রাশিয়া: ম্যাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেছেন, মস্কো ইউক্রেনে সংকট আর বাড়াবে না বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেতে সময় লাগবে।
মস্কো সফর শেষে কিয়েভে ইউক্রেনের নেতার সঙ্গে বৈঠকের আগে ম্যাক্রোঁ এসব কথা বলেন।
তিনি বলেন, পুতিন সঙ্কট কমানোর বিষয়ে অঙ্গীকার করেছেন।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে মস্কো এবং প্যারিস কোনও চুক্তিতে পৌঁছাতে পারে না।’
আরও পড়ুন: পুতিনের সাথে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত শি জিনপিং
রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যে মঙ্গলবার ম্যাক্রোঁ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। মস্কো ইউক্রেনের সীমান্তের কাছে এক লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে। তবে ইউক্রেনে আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলে মস্কো বরাবরই দাবি করে আসছে।
জেলেনস্কির সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছেন, ‘পুতিনের সাথে সোমবার পাঁচ ঘন্টার বেশি সময় বৈঠক হয়েছে। সেখানে তিনি কোনও উত্তেজনা বাড়াবেন না বলে জানিয়েছেন। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ।’
ফরাসি প্রেসিডেন্টের মতে, পুতিন আরও বলেছেন যে বেলারুশে রাশিয়ার কোন স্থায়ী (সামরিক) ঘাঁটি থাকবে না, যেখানে রাশিয়া যুদ্ধের জন্য বিপুল সংখ্যক সৈন্য পাঠিয়েছিল।
পেসকভ বলেছেন, যুদ্ধের পর বেলারুশ থেকে রুশ সৈন্য প্রত্যাহার করা আমাদের পরিকল্পনাতেই ছিল।
এদিকে জেলেনস্কি বলেছেন, উত্তেজনা প্রশমনে পুতিন কোনো পদক্ষেপ নিলে তিনি স্বাগত জানাবেন। তবে কোনো মুখের কথায় নয়, জোরালো পদক্ষেপকে তিনি বিশ্বাস করেন বলে জানান।
পড়ুন: তুষারধসে চীন সীমান্তের কাছে ৭ ভারতীয় সেনার মৃত্যু
২ বছর আগে