‘নো ল্যান্ডস ম্যান’
ভেসুলে দর্শক পছন্দে সেরা ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ভাষার চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’ ভেসুল উৎসবে দর্শক পছন্দের (ফিকশন ফিল্ম দর্শক) সেরা পুরস্কার জিতেছে। মঙ্গলবার ফ্রান্সে এশিয়ান সিনেমার ২৮তম ভেসুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।
বুধবার ফ্রান্স থেকে ফারুকী তার ফেসবুক পেজে খবরটি শেয়ার করেছেন।
ফারুকী লিখেছেন, ‘নো ল্যান্ডস ম্যান’ আমার কাছে খুব স্পেশাল। আজ রাতে এই বিশেষ ফিল্মটি ভেসুল চলচ্চিত্র উৎসবে দর্শক পছন্দের সেরা পুরস্কার জিতেছে।
আরও পড়ুন: লতা মঙ্গেশকর: ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে ঢালিউডেও শোকের ছায়া
গত শনিবার এই উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’-এর প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন পরিবেশে তৃতীয় বিশ্বের মানুষের অস্তিত্বের সংকট।
জনপ্রিয় বাংলাদেশি গায়ক-অভিনেতা তাহসান খান, অস্ট্রেলিয়ার নবাগত মেগান মিচেল ও ভারতের ইশা চোপড়া, বিক্রম কোচার ও কিরণ খোঁজে ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রশংসিত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
সিনেমার সঙ্গীত প্রযোজনা করেছেন বিখ্যাত ভারতীয় সুরকার এ আর রহমান।
ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শ্রীহরি সাঠে, নওয়াজউদ্দিন সিদ্দিকী, এ আর রহমান ও ফরিদুর রেজা সাগর।
আরও পড়ুন: 'নাকফুল' সিনেমায় রোশান-পূজা
২ বছর আগে