ছোটপর্দা
হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুঞ্জন রটেছে শোবিজ পাড়ায়। এর সত্যতা এখনও না পাওয়া গেলেও এই তারকার হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত হওয়া গেছে।
এই প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম গণমাধ্যমে জানান, মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথা হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হয়। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিশাকে রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘রিক্সা গার্ল’ নাটকে তানজিন তিশা
এ ছাড়া তিশার ঘনিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।
অন্যদিকে গুঞ্জন চলছে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক তিশার। আর এই ঘটনার পর ফারহানের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ইউটিউবে সিলভার প্লে বাটন পেলেন তানজিন তিশা
৫০১ দিন আগে
ছোটপর্দায় নিষিদ্ধ অভিনেত্রী চমক
অপ্রীতিকর ঘটনার কারণে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুটিং সেটে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার ও কাজ বন্ধ করায় তার বিরুদ্ধে অভিযোগ উঠে। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় তিন সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলন ডাকে। সেখানে জানানো হয়, তিন মাসের জন্য অভিনেত্রী চমককে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব ধরনের কাজ না করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরস গিল্ড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের জন্য ক্ষতিপূরণ দিতে হবে চমককে এবং থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে।
আরও পড়ুন: বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
এতে আরও জানানো হয়, নাটকের প্রযোজক, পরিচালক, জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সবার উপস্থিতিতে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সচেষ্ট থাকবেন।
উল্লেখ্য, আদিফ হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ এর শুটিং চলছিল ৪ আগস্ট। সেখানে একটি বিষয় নিয়ে তর্ক শুরু করেন চমক। এমনকি সেটে পুলিশ ডাকেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: ‘সাড়ে ষোল’ জটিল সুন্দর গল্প: মম
৫৮৮ দিন আগে
হইচইতে ১৭ আগস্ট আসছে নিশোর ‘সাড়ে ষোল’
ছোটপর্দার দিয়ে তারকাখ্যাতি পেলেও আফরান নিশোর জনপ্রিয়তা এদেশের অনেক বড় পর্দার তারকাদের চেয়ে বেশি। অভিনয়ের মুন্সিয়ানাও তিনি দেখিয়েছেন অনেক কাজে। ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ তিনি পেয়েছেন। অবশেষে বড় পর্দায় এসেই ‘টক অব দ্য টাউন’ হয়ে থেকেছেন।
‘সুড়ঙ্গ’ সিনেমার রেশ না কাটতেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আফরান নিশোকে।
হইচই এর পর্দায় ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোল’ সিরিজে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন এই তারকা। যা উন্মুক্ত হবে ১৭ আগস্ট।
আরও পড়ুন: সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
রোমাঞ্চকর অরিজিনাল সিরিজ ‘সাড়ে ষোল’, এই সিরিজ একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে যেখানে তারা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য এবং প্রতারণার বেড়াজালের অন্যরকম এক গোপন ঘটনায়।
এই সিরিজে অভিনয় প্রসঙ্গে প্রতিভাবান অভিনেতা আফরান নিশো বলেন, ‘রেজা একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসেবে দেখার পর দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
কিছুদিন আগে ‘সাড়ে ষোল’ সিরিজে আফরান নিশো’র লুক প্রকাশ্যে এসেছিল। এবার বাকি অভিনেতা-অভিনেত্রীদের লুক সামনে এলো। এই সিরিজে কর্পোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এ.ডি.সি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী এবং পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ।
আরও পড়ুন: সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান: নতুন চরিত্র সম্পর্কে আফরান নিশো
৬১২ দিন আগে
ফের বিয়ে করলেন অভিনেত্রী সারিকা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন সম্প্রতি বিয়ে করেছেন। ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই শুভ কাজ সম্পন্ন হয়।
তার স্বামীর নাম বি. আহমেদ রাহি। তিনি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
সারিকা গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের সবার উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। সবাইকে আসলে ঘটা করে জানাতে চাইনি। দোয়া চাই সকলের। নতুন জীবন যেন সুন্দর করে কাটাতের পারি।’
আরও পড়ুন: গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম
বিয়ের জন্য বেশ কয়েকদিন শুটিংয়ের বিরতিতে রয়েছেন সারিকা। তবে অভিনেত্রী জানান, ১২ ফেব্রুয়ারি আবারও তার ব্যস্ততা শুরু হবে। সামনে বিশেষ দিবসের কাজ নিয়েই তিনি এখন বেশি ব্যস্ত।
উল্লেখ্য, ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় ২০১৪ সালে মাহিম করিমকে বিয়ে করেন সারিকা। এরপর থেকে পর্দায় অনিয়মিত তিনি। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর একমাত্র মেয়ে সেহরিশ আনায়াকেই সময় দিতেই ব্যস্ত হয়ে যান সারিকা। পরবর্তীতে আবারও নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত হন।
আরও পড়ুন: বিয়ে করলেন মালালা ইউসুফ
১১৪৬ দিন আগে