মহামারি করোনার প্রার্দভাব
দেশে করোনায় মৃত্যু ৩৩, শনাক্ত ৮,০৬১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও আট হাজার ৬১ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। এছাড়া মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে পৌঁছেছে।
নতুন মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ৯ জন নারী রয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: করোনা ধনীদের রোগ!
এর আগে সোমবার করোনায় ৪৩ জনের মৃত্যু এবং আট হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।
আরও পড়ুন: বাগেরহাটে প্রতিদিন ১২ হাজারের বেশি ভ্যাকসিন দেয়া হচ্ছে
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১০ হাজার ৭২৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ।
২ বছর আগে