ট্রলি
ঝালকাঠিতে মাহিন্দ্র-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকার মাহিন্দ্র ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিংড়ি স্কুল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে অক্টোবর মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু
নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ৫ জন আহত হন।
এ ঘটনায় খুলনা-বরিশাল রুটে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
১ মাস আগে
রাজশাহীতে ট্রলির ধাক্কায় নিহত ১
রাজশাহীর বাঘায় ট্রলির ধাক্কায় আশরাফুল ইসলাম বিপুল নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সুলতানপুর-বিলমাড়িয়া সড়কের মহারাজপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রূপসায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজের অধ্যক্ষ নিহত
নিহত আশরাফুল ইসলাম বিপুল অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি রাজশাহীর বাঘা উপজেলা গড়গড়ি ইউনিয়নের সুলতান গ্রামের আক্কাছ মিয়া ছেলে। পাঁচ মাস আগে অবসরে যান আশরাফুল।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আশরাফুল রবিবার মোটরসাইকেল নিয়ে মহারাজপুরে পৌঁছালে পাওয়ার ট্রলির সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, চালক আটক
৮ মাস আগে
লালমনিরহাটে আলুর ট্রলি উল্টে চালক নিহত
লালমনিরহাটের আদিতমারীতে আলু বহনকারী একটি ট্রলি উল্টে ফরিদুল (৩৫) নামের এক ট্রলিচালক নিহত হয়েছে।
রবিবার রাত ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আলুর বস্তাবোঝাই একটি ট্রলি নিয়ে আদিতমারী থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। সাপ্টিবাড়ি বাজার এলাকায় এলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছনে একইদিক থেকে একটি ট্রাক ট্রলির কাছাকাছি আসায় আত্মরক্ষায় ফরিদুল ট্রলি থেকে লাফ দেয়। এতে মাথায় আঘাত পেয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত
৯ মাস আগে
লালমনিরহাটে ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে ট্রলির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৭২) এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) বিকাল দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানান, ওই মহাসড়ক পার হওয়ার সময় বালু পরিবহনের একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাতনামা এক নারী।
আরও পড়ুন: নড়াইলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, অধিক রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তবে ওই নারীর কোনো নামপরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, চালক আটক
রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুরগি বিক্রেতা নিহত
১০ মাস আগে
চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রলির ধাক্কায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার হানিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হানিরপাড় গ্রামের ইটভাটা শ্রমিক নাজিরের ছেলে এবং হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: রোলার স্কেটিং করতে গিয়ে ট্রলির ধাক্কায় কিশোর নিহত
রাকিবের বাবা নাজির জানায়, শিশুটি জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার জন্য রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলো। হঠাৎ বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রলি ধাক্কা দিলে তার মাথায় ও হাতে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত রাকিবের পরিবার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন শিশুর মৃত্যু নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ট্রলির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১ বছর আগে
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় একই পরিবারের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার বাগেরহাট-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সুগন্ধি গ্রামের মতলেব খাঁ(৮০), মতলেবের নাতি রুহিন খাঁ(৪৫) ও সৈকত খাঁ(২৫)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইট বোঝাই ট্রলিটি তিনজন বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হয় এবং দুই আরোহী আহত হয়।
পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে একজন ও রাত ১১টার দিকে আরও একজন মারা যান।
পুলিশ ট্রলিটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক বিশালের মৃত্যু
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
ট্রলির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে ধান বোঝাই ট্রলির ধাক্কায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের লালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পুলিশের গুলিতে শিশু নিহত: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
নিহত শিশুর নাম মোহাম্মদ আলী। সে ওই এলাকার মেরাজুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, বুধবার দুপুর ১টার দিকে ওই ইউনিয়ন পরিষদের লালপুর এলাকায় শিশু মোহাম্মদ আলী বাড়ির সামনে রাস্তার ধারে খেলা করছিল। এসময় হঠাৎ ধানবোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: পারিবারিক কলহের জেরে খুলনায় বাবার আছাড়ে শিশু নিহত
ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক এলাকায় মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম সুমন (৩৫) ও নামো কয়লাদিয়াড় গ্রামের আবু বক্কারের ছেলে ট্রলি চালক মমিন (১৯)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বেলা ১১টার দিকে খড়কপুর এলাকায় ট্রলির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোটরসাইকেল চালক সুমনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক মমিনও মারা যায়।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাবা-মা আহত
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রলির সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে মিলন আলী (২৮) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায় শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন আলী উপজেলার কানসাট ইউনিয়নের বালুরচর এলাকার দুলন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সোনামসজিদ থেকে খড়ি বোঝাই একটি ট্রলি নিয়ে আসছিলেন মিলন। এ সময় শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও সহকারী নিহত
২ বছর আগে