ব্যাটিং কোচ
বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছরের আগস্টে জিম্বাবুয়ে সফরের সময় প্রিন্সকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে চুক্তি অনুযায়ী ৯ মাস বাকি থাকলেও এখনই এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘বোর্ড অ্যাশওয়েলের সিদ্ধান্তকে সম্মান করে এবং পদত্যাগপত্র গ্রহণ করেছে। আমরা তার সেবা, পেশাদারিত্ব ও জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে তার নিবেদিত কাজের জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য তাকে শুভকামনা জানাই।’
আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে রবি বোপারাকে জরিমানা
এদিকে বিসিবি সম্প্রতি বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে নিয়োগ দিয়েছে। তবে জাতীয় দলের কোচিং স্টাফে তিনি কী ভূমিকা পালন করবেন তা এখনও স্পষ্ট নয়।
বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, তারা সিডন্সকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেবেন। এছাড়া অ্যাশওয়েলকে বিসিবির হাই-পারফরম্যান্স দল বা বয়সভিত্তিক দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হতে পারে।
তবে নতুন দায়িত্ব পাওয়ার আগেই বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ করলেন প্রিন্স।
আরও পড়ুন: বিপিএল: মাঠেই ধূমপান করলেন আফগানিস্তানের শাহজাদ
বিপিএল: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শক্তি বাড়াতে ঢাকায় মঈন আলী
২ বছর আগে