ওষুধ পাচার
ওষুধ পাচারের অভিযোগে চমেক হাসপাতাল কর্মচারী বরখাস্ত
সরকারি ওষুধ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্মচারী আশু চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানান, সরকারি কর্মচারী হওয়ায় চাকরির বিধান অনুযায়ী আশু চক্রবর্তীকে সাময়িক বরখাস্তে আদেশ জারি করেছে হাসপাতাল প্রশাসন।
গত সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারের সময় আশু চক্রবর্তী (৩৫) ও মো. সৈয়দ (৬২) নামে দুজনকে হাতেনাতে আটক করেন আনসার সদস্যরা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুর বাসা থেকে অন্তত সাড়ে তিন লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে আটক ৩, দুই লাখ ২১ হাজার ইয়াবা জব্দ
এই ঘটনায় চমেক হাসপাতালের স্টোর অফিসার ডা. মো. হুমায়ুন কবির বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন। বর্তমানে অভিযুক্তরা কারাগারে রয়েছেন।
বরখাস্ত হওয়া আশু ২৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন। অপরজন মো. সৈয়দ বহিরাগত বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।
এদিকে, ওষুধ পাচারের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পোশাকপণ্য নিয়ে ইতালির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়েছে ‘এমভি সোঙ্গা চিতা’
পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানান, ঘটনা তদন্তে সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মতিউর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ বছর আগে