মিহির ঘোষ
মিহির ঘোষের মুক্তির দাবিতে সমাবেশ ও মশাল মিছিল
ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিল ও কমিউনিস্ট পার্টি বাংলাদেশের (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষের মুক্তির দাবিতে সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কোনো আইন হিসেবে না, সরকার এটাকে মুক্ত কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তার হওয়া সমস্ত বন্দীর মুক্তি দাবি করেছে।
সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে মিছিলটি পল্টন মোড়ের দিকে এগিয়ে যায়। সেখানে মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে বরিশালে মশাল মিছিল
রাজধানীতে বিজয় মিছিলে যানজট, দুঃখ প্রকাশ আওয়ামী লীগের
বিএনপির মশাল মিছিল দেখে জনগণ আতঙ্কিত হয়: তথ্যমন্ত্রী
২ বছর আগে