দুই শিশু
পাবনায় ডোবায় শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
পাবনার সাঁথিয়ায় ডোবার পানিতে শাপলা তুলতে গিয়ে একই পরিবারে রুহান (৩) ও ইয়ামিন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ আগষ্ট) সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মেহেরপুরে পানিতে ডুবে কিশোর নিহত
রুহান ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে এবং ইয়ামানি একই গ্রামের শাহিন আলমের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে চাচা ও ভাতিজা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রুহানের মা রত্না খাতুন বাড়ির পাশে ইছামতি নদীতে কাপড় কাচতে গেলে তার সঙ্গে রুহান ও ইয়ামিন যায়। তার মায়ের অজান্তে তারা পাশেই একটি ডোবায় শাপলা ফুল তুলতে যায়। রুহানের মা কাপড় কাচা শেষে দেখতে পান তার ছেলে রুহান ও ইয়ামিন নেই। স্বজনেরা তাদের খোঁজাখুঁজির পর দেখতে পান বাড়ির পাশে ডোবায় ইয়ামিন পানিতে ভেসে আছে।
তারা পানিতে নেমে রুহানকে পানির নিচ থেকে উদ্ধার করে। দুজনকেই সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধুলাউড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিন বিশ্বাস শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘পানিতে ডুবে শিশু দুটির মৃত্যুর ব্যাপারে শুনেছি।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নড়াইলে বালতির পানিতে ডুবে ১৫ মাস বয়সি শিশুর মৃত্যু
৩ মাস আগে
পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
হবিগঞ্জের ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে ডুবে প্রলয় দাস (৭) ও সূর্য দাস (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুরে আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু প্রলয় দাস মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে এবং প্রলয় দাস একই গ্রামের রুবেল দাসের ছেলে।
আরও পড়ুন: সিলেটে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে প্রলয় ও সূর্য দাস অন্যান্য শিশুদের সঙ্গে মাহমুদপুর মাঠে ফুটবল খেলা শেষে মাঠ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রলয় ও সূর্য পুকুরের সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়া শিশুদের লাশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: নদীতে পড়ে আদিবাসী শিশুর মৃত্যু
রংপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
৪ মাস আগে
চট্টগ্রামে খালে ডুবে দুই শিশু নিখোঁজ
চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গী বাজার ফিশারি ঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই শিশুর সন্ধান পাননি ডুবুরিরা। তবে দুই শিশুর নাম পরিচয় তাৎক্ষণিকভাব জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, তারা গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে নামে। সেও পানির স্রোতে ভেসে যায়।
ঘটনাস্থল থেকে লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। এরপর আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৫ মাস আগে
কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে আব্দুর শুক্কুর (১২) ও সালাহ উদ্দিন খোকা (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) সকাল ১০টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে সহোদরের মৃত্যু
নিহতরা হলেন- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ছেলে আব্দুর শুক্কুর এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা ইউপি সদস্য জাফর আলম বলেন, রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমেছিল। সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার একটি পাহাড়ি ছড়ায় জমে থাকা পানিতে স্থানীয় ছয়-সাতজন শিশু মিলে গোসলে করতে নামে। এক পর্যায়ে চার শিশু ছড়ার পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
৬ মাস আগে
রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রজব আলী ও কেয়া খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ওই উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খড়তা গ্রামে দুই শিশুর মৃত্যু হয়।
আরও পড়ুন:
নিহতরা হলো- কর্তা গ্রামের রুবেল হোসেনের ছেলে রজব আলী (৫) এবং নাটোর লালপুর থেকে রুবেলের বাড়িতে বেড়াতে আসা মুকুল হোসেনের মেয়ে কেয়া খাতুন (৫)।
স্বজনরা জানান, রজব ও কেয়া সকালে খেলাধুলা করার এ পর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে যায়। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সন্দেহ হয়।
একপর্যায়ে পুকুর পাড়ে জুতা দেখে পানিতে খুঁজে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে তাদের মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। দুই শিশুর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
৬ মাস আগে
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন ও তসলিমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার খঞ্জনা এলাকার কুলিক নদীতে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু
নিহতরা হলো- খঞ্জনা গ্রামের ইব্রাহিমের একমাত্র মেয়ে ইয়াসমিন (১০) এবং দিনাজপুর সদর রেলস্টেশন এলাকার ইউসুফ আলীর একমাত্র মেয়ে তসলিমা (৮)।
নদীতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে তারা দুইজন মিলে খেলছিল। পরে তারা দুইজন সকলের অগোচরে কুলিক নদীতে গোসল করতে নেমে ডুবে যায়৷
দীর্ঘসময় তারা ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে নদীর পানিতে দুইজনের লাশ ভেসে উঠতে দেখেন তারা।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ যুবকের মৃত্যু
মেহেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
৭ মাস আগে
খতনা করতে গিয়ে দুই শিশুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নির্দেশ: স্বাস্থ্যমন্ত্রী
অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করাতে গিয়ে সম্প্রতি দুই শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় না দিতে (জিরো টলারেন্স) স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য খাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে আয়োজিত আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে সামন্ত লাল সেন বলেন, “গতকাল আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘এ ব্যাপারে তুমি জিরো টলারেন্স। কোনো রকম অনিয়ম, কোনোরকম গাফিলতির জন্য যদি কোনো বাচ্চা মারা যায়, তুমি তোমার মতো ব্যবস্থা নেবে।’ এরকম কড়া নির্দেশ উনি আমাকে দিয়েছেন।”
বৈঠকের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কয়েকটি ঘটনা ঘটেছে, সেটার পর্যালোচনা করে আমরা সবাই আলাপ-আলোচনা করলাম, কীভাবে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যায়। ইতোমধ্যেই আপনারা জানেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, কীভাবে ক্লিনিক পরিচালনা করবে কী কী শর্ত থাকা লাগবে।’
আরও পড়ুন: ইসরায়েল-হামাস যুদ্ধে ২৯ হাজার ফিলিস্তিনি নিহত: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
তিনি বলেন, ‘এটি (স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা) গত বৃহস্পতিবার আমরা দিয়েছিলাম, আজ রবিবার। আমরা তিন চার দিন সময় দিয়েছিলাম দেখি কী করে। আমি স্পষ্টভাবে বলতে চাই এটি আমি নিজে মনিটরিং করব।’
মন্ত্রী বলেন, ‘আমার চিকিৎসক ভাই-বোনদের বলতে চাই আমরা যেখানে অপারেশন করব...., অপারেশন করার আগে আমাদের দেখতে হবে সেখানে সাপোর্টিং জিনিস আছে কিনা। সেটা অপারেশন করার জায়গা নাকি জায়গা নয়।’
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অনেক অপারেশন করেছি সুতরাং আমি জানি কোথায় কী কী লাগে, কী ক্রাইটেরিয়া লাগে অপারেশন করার জন্য। সেগুলো না থাকলে কোনো অবস্থাতেই এটা করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ) হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত। ইতোমধ্যে আমি বিএমডিসির সঙ্গে কথা বলেছি, এই তিনটি (অ্যানেসথেসিয়া দিয়ে খতনা ও এন্ডোসকপি করাতে গিয়ে মারা যাওয়ার ঘটনা) বিষয় ইনভেস্টিগেশন করার জন্য এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমার কথা চিকিৎসকদের সুরক্ষা দেবে, রোগীদেরও সুরক্ষা দেব।’
স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া ১০ দফা নির্দেশনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘আমি আশা করি আগামী দুই একদিনের মধ্যে..., আমি নিজে এটা মনিটরিং করব।’
তিনি বলেন, ‘আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি আমি এ ব্যাপারে জিরো টলারেন্স। আমি এ ব্যাপারে কোনো ছাড় দেব না, যার যেখানে যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী কাজ করবে, এর বাইরে কাজ করতে পারবে না। এটা পরিষ্কার।’
অবৈধ ক্লিনিক এর বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলমান। অতীতে কী হয়েছে সেটা... আমি তো বলছি এটা আমি চলমান রাখব।’
তিনি বলেন, ‘আমি সেদিন ময়মনসিংহ গিয়েছিলাম, আসার সময় ডানে-বামে কত ক্লিনিক। এটাতো আমার একার পক্ষে সম্ভব না, এটার জন্য সবার আপনাদের ভূমিকা লাগবে, স্থানীয় সংসদ সদস্যদের ভূমিকা লাগবে। সামগ্রিকভাবে যদি এটার বিরুদ্ধে অভিযান চালানো যায় এটা সম্ভব।’
আরও পড়ুন: স্বাস্থ্যসেবা গ্রহণের সময় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
৮ মাস আগে
চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটায় থেকে ৩টার মধ্যে মকিবাদ ও কংগাইশ এলাকায় পৃথক এই ঘটনা ঘটে।
উভয় শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শিশুদের মধ্যে রাইসা পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ির মো. আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মো. লিটন মিয়ার ছেলে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু
রাইসার স্বজনরা জানায়, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। দুপুরে বাড়ির সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তার বাবার বাড়ি উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।
অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ির পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম ইউএনবিকে জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।
দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
আরও পড়ুন: সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কচুয়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
৯ মাস আগে
কুমিল্লায় শিশু হত্যা মামলায় দুই শিশুর ১০ বছরের কারাদণ্ড
কুমিল্লায় শিশু রাশেদ হোসেনকে (১৫) গলা কেটে হত্যার দায়ে ১৫ বছর বয়সী দুই শিশুকে এই আইনে সর্বোচ্চ সাজা হিসেবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। (প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী, ১৮ বছরের নিচে বয়স হওয়ায় শিশু দুটির নাম প্রকাশ করা হলো না)
সোমবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলার বিশেষ সহকারী কৌঁসুলি প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত দুই শিশুর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।
আরও পড়ুন: মেহেরপুর-১: ভোটারদের বাধা দেওয়ায় ৪ জনের কারাদণ্ড
মামলার বিবরণে জানা যায়, নিহত রাশেদ কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার লিমিটেড ফ্যাক্টরির টুস্টিং বিভাগের শ্রমিক ছিল। সে সদর উপজেলার গোবিন্দপুরের মৃত আব্দুর রশিদের ছেলে।
২০১৯ সালের ২৮ এপ্রিল দুপুরে রাশেদ কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরেনি। পরদিন সকালে সদর দক্ষিণ উপজেলার ৩ নম্বর গলিয়ারার ফুলতলীর একটি পুকুর থেকে রাশেদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
পরদিন এ ঘটনায় নিহতের বোন মোসাম্মত নীপা আক্তার বাদী হয়ে দুই শিশুকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন।
আরও পড়ুন: নাটোরে ধর্ষণ চেষ্টার মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড
গ্রাহকের অর্থ আত্মসাৎ, সহকারী পোস্টমাস্টারসহ ৬ জনের কারাদণ্ড
৯ মাস আগে
খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশুসহ মা নিহত
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল দিকে উপজেলার ধর্মপুর এলাকার ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে খড়ের গাদা থেকে কিশোরের লাশ উদ্ধার
নিহতরা হলেন- ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার এবং তার দুই শিশুসন্তান শাহিদ ও সিয়াম।
স্থানীয়রা জানান, নিহত সুমি বুধবার সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তার দুই সন্তান পাশে খেলা করছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি খড়ের নিচে চাপা পড়েন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক মিথিলা কানন জানান, হাসপাতালে আনার আগেই তিনজন মারা গেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে খড়ের গাদা থেকে মাজার খাদেমের অর্ধগলিত লাশ উদ্ধার!
বগুড়ায় হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার
১ বছর আগে