জোভানা-সাফা জুটি
ভালোবাসা দিবসে জোভান-সাফা জুটির ‘ভালোবেসে যাই’
ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভালোবেসে যাই’ শিরোনামে বিশেষ একটি নাটকে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় তারকা জোভান ও সাফা কবির। ১৪ ফেব্রুয়ারি (সোমবার) এটিএন বাংলায় রাত ১১টা ৫০ মিনিটে নাটকটি দেখা যাবে।
মঞ্জুর মরুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, শিরিন আলম, ফারহান আহমেদ, দৃষ্টি দোলা, সিনথিয়া, সোনালী প্রমুখ।
আরও পড়ুন: গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে অভিনেত্রী মেহজাবীন
‘ভালোবেসে যাই’ এর গল্পে দেখা যাবে, মিজানুর সাহেব ও তার স্ত্রী মনিকার ২৫ বছর হতে চলল বিয়ের। বিচ্ছেদের এই যুগে এটা একটা এচিভমেন্ট বটে। ফলে মিজানুর সাহেব এটা পালনের জন্য প্রায় এলাহী কারবার করে বসেন। একটা রিসোর্ট ভাড়া করে সাত দিনের আয়োজন করে ফেলেন। সাতদিন ব্যাপী অনুষ্ঠানে কাছের দূরের আত্মীয় স্বজন সবাইকে আমন্ত্রণ জানান।
আমেরিকা থেকে উড়ে আসছে তাদের একমাত্র মেয়ে নোভাও। যে যাই বলুক মিজানুর সাহেব আসলে এ অনুষ্ঠানের আয়োজন করেছেন তার মেয়ের জন্যই। কতদিন মেয়েটাকে দেখেন না! ওদিকে কষ্টে পড়েছে রাহাতও। তার মাকে নিয়ে আসছে এই রিসোর্টে।
আরও পড়ুন: ২৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে অপু-বাপ্পী জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’
টাকা-পয়সার সংকট; অন্যদিকে বিবাহ বার্ষিকীতে যোগ দেয়ার মত ন্যাকামিও তার নেই। কিন্তু মায়ের একটাই কথা-এত করে ভাই ভাবি বলল না করাটা কেমন হয়? মায়ের মুখের দিকে তাকিয়ে এ কয়টা দিন যেন কষ্ট করে রাহাত।
এর মধ্যেই নোভা চলে আসে আমেরিকা থেকে। রিসোর্ট যেন ঝলমলিয়ে ওঠে। সবাই তাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে নোভার মোবাইলটা হারিয়ে গেলে রাহাত তা খুঁজে বের করে। নোভার ফোন বের করার পর রাহাতের গুরুত্ব একটু বাড়ে। রাহাত সবার সঙ্গে কাজে মিশে যায়। আর এভাবেই নাটকের ঘটনা এগিয়ে যায়।
২ বছর আগে