পরীক্ষার
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার খাতা নিয়ে গেল বাড়ি, পরীক্ষার্থীসহ ২ শিক্ষক বহিষ্কার
ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসির কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষার খাতা জমা না দিয়ে বাড়ি নিয়ে চলে যায় এক পরীক্ষার্থী। রবিবার (২৮ মে) এমনই এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে।
পরে ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে পুলিশ এসএসসি পরীক্ষার খাতা উদ্ধার করে এবং এ ঘটনায় ওই পরীক্ষার্থীসহ দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত পরীক্ষার্থীর নাম আল-আমিন।
আরও পড়ুন: ঢাবির বাংলা বিভাগের পরীক্ষায় কান-মুখ খোলা রাখতে হবে
এছাড়া বহিষ্কৃত দুই শিক্ষক হলেন- কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হক ও হাবিবুর রহমান।
জানা যায়, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় সবার চোখ ফাঁকি দিয়ে আল-আমিন তার পরীক্ষার খাতা নিয়ে বাড়িতে চলে যান। পরীক্ষা শেষে খাতা গণনার সময় একটি খাতা কম পাওয়ায় কেন্দ্রজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর বিষয়টি জানানো হয় পুলিশকে।
ঘটনা জানাজানি হয়ে গেলে জানা যায় আল-আমিন পরীক্ষার খাতা বাড়িতে নিয়ে চলে গেছে। পরে পুলিশ উপজেলার জামজামি থেকে ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে পরীক্ষার খাতা উদ্ধার করে।
এ ঘটনায় পরীক্ষার্থী আল-আমিনকে বহিষ্কার করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি থেকে বহিষ্কার করা হয় কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হক ও হাবিবুর রহমানকে।
আরও পড়ুন: মায়ের দোয়া চেয়ে পরীক্ষা হলে ছেলে, পরীক্ষা শেষে মায়ের জানাজায় ছেলে
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর ওই কেন্দ্রের হল সুপার আমার থানা থেকে পুলিশ ফোর্স নিয়ে ওই শিক্ষার্থীর বাড়ি থেকে খাতা উদ্ধার করেছে।
তিনি আরও জানান, বাকি বিষয় তাদের হাতে। আমার শুধু খাতা উদ্ধার করে দিয়েছে।
হল সুপার ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, পরীক্ষা শেষে সবার অগোচরে আল-আমিন খাতা নিয়ে বাড়িতে চলে যান। বিষয়টি শনাক্ত করে আল-আমিনের বাড়ি থেকে খাতা উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, আল-আমিনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রনি আলম নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীক্ষার খাতা জমা না দিয়ে বাড়িতে নেওয়ার কারণে এক পরীক্ষার্থী ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় অভিনব কায়দায় নকল: ৫ পরীক্ষার্থী বহিষ্কার
১ বছর আগে
চ ইউনিটের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধীন চ ইউনিটের এমসিকিউ পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন অথবা শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।
১৬২৩১ নম্বরে পরীক্ষার রোল, ইউনিট লিখে মেসেজ করলে ফলাফল পাওয়া যাবে।
এ বছর 'চ' ইউনিটের ১৩০ আসনের বিপরীতে মোট সাত হাজার ৪৪০ জন শিক্ষার্থী আবেদন করেছে যার মধ্যে ২ জুলাই অনুষ্ঠিতব্য অঙ্কন পরীক্ষার জন্য মাত্র ১৫০০ শিক্ষার্থীকে বাছাই করা হবে।
এর আগে গত ১৭ জুন দেশের আট বিভাগে চ ইউনিটের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঈদের ছুটির পর শাবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত
ইবিতে ঈদুল আজহার ছুটি শুরু ২ জুলাই
২ বছর আগে