নতুন নির্বাচন কমিশন
নতুন নির্বাচন কমিশন: সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নাম প্রকাশ
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সোমবার সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নাম প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বিশিষ্ট নাগরিক ও ব্যক্তি পর্যায় থেকে সার্চ কমিটিতে নামগুলো প্রস্তাব করা হয়েছে। ৩২২ জনের তালিকায় সাবেক আমলা, অবসরপ্রাপ্ত বিচারক এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের প্রাধান্য রয়েছে।
তালিকার মধ্যে পেশাজীবীদের মধ্যে শিক্ষাবিদ, আইনজীবী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরাও রয়েছেন ।
সার্চ কমিটি থেকে প্রকাশিত নামের পূর্ণাঙ্গ তালিকাটি দেখুন এখানে: https://cabinet.gov.bd/sites/default/files/files/cabinet.portal.gov.bd/notices/f1b0963f_4882_4020_b479_fb9d83ef7823/List.pdf
এর আগে নির্বাচন কমিশন গঠনের নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
পড়ুন: ইসি গঠন: রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি
শনিবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক গেজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির অন্য পাঁচ সদস্য হলেন- হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
সদ্য পাস হওয়া ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক এ সার্চ কমিটিকে দায়িত্ব ও কার্যবিধি সম্পন্ন করতে গেজেটে বলা হয়েছে।
পড়ুন: সার্চ কমিটির নামে ‘আওয়ামী খাস কমিটি’ গঠিত: বিএনপি
ইসি গঠনের সার্চ কমিটি সুন্দর ও নিরপেক্ষ: তথ্যমন্ত্রী
২ বছর আগে