বাঙালি গায়িকা
কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই
কিংবদন্তি বাঙালি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ওই হাসপাতালের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এনডিটিভি জানিয়েছে, মৃত্যুকালে আধুনিক বাংলা গানের অন্যতম এই গায়িকার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক কন্যা রেখে গেছেন।
সন্ধ্যা মুখোপাধ্যায় এসডি বর্মণ, নওশাদ এবং সলিল চৌধুরীর মতো শীর্ষস্থানীয় সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য ২০১১ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে।
অসুস্থতার কারণে তিনি জানুয়ারির শেষ সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার রক্তচাপ কমে যাওয়ায় তাকে ভ্যাসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছিল।
হাসপাতালের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, তিনি মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হৃদরোগ, বেশ কিছু অঙ্গের নিস্ক্রিয়তা এবং হাড়ে ফ্র্যাকচারের মধ্যেই তিনি করোনা পজিটিভ হয়েছিলেন।
আরও পড়ুন: কানে হেডফোন, নাটোরে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
মমতার দলে কি বিদ্রোহ চলছে?
কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান
২ বছর আগে