সংগীতশিল্পী
নিবিড় কুমারের শারীরিক অবস্থা উন্নতি দিকে
সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় নিবিড়ের মাথা ও চোখের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কুমার বিশ্বজিতের চাচাতো ভাই অভিজিৎ দে লিখেছেন, ‘সবাই নিবিড় বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’
আরও পড়ুন: সঙ্কটাপন্ন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়
চিকিৎসক সূত্রে জানানো হয়, নিবিড়ের মস্তিষ্কের এমআরআই সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন তিনি। সেখানে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়েছে।
তবে অভিজিৎ দে জানান, আগামীকাল নিবিড়ের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা খুলে দেয়ার সম্ভাবনা আছে। যেন সে স্বাভাবিক শ্বাস নিতে পারে। পরবর্তীতে নিবিড় কুমারের আরও একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এজন্য চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।
কুমার বিশ্বজিতের পরিবারের বরাত দিয়ে কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, কানাডায় সড়ক দুর্ঘটনায় নিবিড়ের সঙ্গে ছিলেন আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী। যারা সবাই নিহত হয়েছেন।
তারা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। এই তিনজনের লাশ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বই মেলা, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাবি ক্যাম্পাস এলাকা
‘মুড়ির টিন’ দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন
আবারও আসিফ-লগ্নজিতার মেলবন্ধন
সংগীতশিল্পী আসিফ আলতাফ কণ্ঠ-সুরে বৈচিত্র্য আনতে প্রায়শই আশ্রয় নেন দুই বাংলার অসাধারণ সব শিল্পীর।
সেই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজায় প্রকাশ পেয়েছে ‘প্রেমে পড়ি’ শিরোনামে নতুন এক গান। যেখানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কলকাতার এই সময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। দু’জনের এটা দ্বিতীয় গান।‘প্রেমে পড়ি’ প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘পূজা উপলক্ষে এই প্রথম কোনও গান করলাম। লগ্নজিতার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। অত্যন্ত কো-অপারেটিভ আর অবশ্যই দারুণ গায়কী। আশাকরি গানটি শ্রোতারা পছন্দ করবেন।’
আরও পড়ুন: আরিয়ানকে সিনেমার প্রস্তাব দেন শাকিব খানএদিকে কলকাতা থেকে লগ্নজিতা বলেন, ‘আমি আর আসিফ আলতাফ মিলে আরও একটি গান করলাম। আমার খুব ভালো লেগেছে গানটা। আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে।’সম্প্রতি ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা ও আসিফ আলতাফের ‘কাঁটাতার’ শিরোনামের গানটি দুই বাংলায় দারুণ প্রশংসিত হয়।এর আগে আসিফ আলতাফের ‘জুতো’ গানটিও সর্বমহলে প্রশংসিত হয়। গত বছর লকডাউনে লগ্নজিতার সঙ্গে ‘দূরত্ব’ গানটি মহামারিতে বিষণ্ণ মানুষের প্রাণ ছুঁয়ে দেয়।
ন্যান্সির সঙ্গে আলতাফের গাওয়া ‘সুবহে সাদিক’ গানটিও শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছে।
আরও পড়ুন: আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে: পূজা
ইরানে বিক্ষোভ: সমর্থন জানাতে চুল কাটলেন অস্কার বিজয়ীরা
ঈদের বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনায় এইচ এম রানা
চার দশক ধরে প্রচার হয়ে আসছে সিনেমার গান নিয়ে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছায়াছন্দ’। এই আয়োজনের উপস্থাপনায় ছিলেন দেশ বরেণ্য অনেকে। আর প্রতিবারের ধারাবাহিকতায় ঈদ মানেই ‘ছায়াছন্দ’র বিশেষ পর্ব।
আসন্ন ঈদে বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনা করবেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমাকে যেই সুযোগ আর সম্মান দিয়েছেন তাতে আমি ভীষণ আপ্লুত ও অনুপ্রাণিত। ইতোমধ্যে বিটিভির নিজস্ব অডিটরিয়ামের বিশাল এক সেটে এর রেকডিং ও শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।’
এইচ এম রানার গ্রন্থনা ও উপস্থাপনায় এবং সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় ছায়াছন্দ অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
আরও পড়ুন: বলিউড: অবশেষে গাঁটছড়া বাঁধলেন রণবীর, আলিয়া!
১৮ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর
দ্বিতীয়বার গ্র্যামি জিতলেন জ্যাজমিন সুলিভান
দ্বিতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জনপ্রিয় আমেরিকান সংগীতশিল্পী জ্যাজমিন সুলিভান। রবিবার গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘হিউক্স টেলস’-এর জন্য সেরা আরএন্ডবি অ্যালবাম জিতে নেন সুলিভান।
৩৪ বছর বয়সী সুলিভান পুরস্কার নিতে গিয়ে বলেন,‘আমি মনে করি এই দশকে নেয়া কিছু সিদ্ধান্ত নিয়ে আমার নিজের লজ্জার মুখোমুখি হতে এই অ্যালবামটি লিখেছি।এটি ছিল কৃষ্ণাঙ্গ নারীদের গল্প বলার একটি নিরাপদ স্থান।’
এর আগের রবিবার সুলিভান ‘পিক আপ ইওর ফিলিংস’এ সেরা পারফরম্যান্সের জন্য তার প্রথম গ্র্যামি জিতে নেন।
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গ্র্যামি অ্যাওয়ার্ডে রবিবার একটি ভিডিও বার্তায় ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিপক্ষে সমর্থন চেয়েছেন।
আরও পড়ুন: শাহরুখপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে আরও সময় চায় এনসিবি
চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা: রুনা লায়লা
বলিউডের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্যুতে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও নেমেছে শোকের ছায়া। দেশের কিংবদন্তি গায়িকা রুনা লায়লার সঙ্গে প্রয়াত তারকার ছিল পারিবারিক সম্পর্ক। শুধু তাই নয়, এক সঙ্গে কাজ করেছেন তারা।বাপ্পী লাহিড়িকে নিয়ে গণমাধ্যমে স্মৃতিচারণ করেছেন রুনা লায়লা। তিনি বলেন, ‘বাপ্পী লাহিড়ির সংগীতে বলিউডের সিনেমায় আমি দুটি গান করেছি। প্রথমটি ১৯৭৯ সালে ‘জান এ বাহার', অন্যটি ১৯৮৪ সালে ‘ইয়াদগার' সিনেমায়। সেই থেকে বাপ্পিজির সঙ্গে পরিচয়।'
আরও পড়ুন: বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২০১৮ সালে রুনা লায়লার জন্মদিনে কলকাতায় এসে চমকে দিন বাপ্পী লাহিড়ি। সেই ঘটনা বলতে গিয়ে রুনা লায়লা বলেন, ‘সেই বছর আমি ও আলমগীর সাহেব কলকাতার একটি হোটেলে ছিলাম। জন্মদিনে বাপ্পিজি আমাকে চমকে দিলেন। আমরা যে হোটেলে ছিলাম সেখানে বাপ্পিজি তার স্ত্রীকে নিয়ে উঠেছিলেন। প্রথম ফোন দিয়ে শুভেচ্ছা জানালেন। এরপর দেখি ফুল আর কেক নিয়ে আমাদের রুমে হাজির। আমরা চারজন জন্মদিন উদযাপন করলাম। সেদিন অনেক আড্ডা হয়েছে। আমাকে চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা।'ব্যক্তি বাপ্পি লাহিড়ি প্রসঙ্গে রুনা লায়লা আরও বলেন, ‘বাপ্পিজি ছিলেন আমার বন্ধু। শুধু আমার নয়, তার সঙ্গে পরিচিত সবার প্রিয় মানুষ তিনি। সবসময় হাসি ও মজার মধ্যে থাকতে পছন্দ করতেন।'
আরও পড়ুন: সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই
বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি লাহিড়ী মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
আরও পড়ুন: সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই