এএসআই নিহত
খুলনায় বাসচাপায় এসবির এএসআই নিহত
খুলনার রূপসায় বাসচাপায় পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম উদ্দিন (৩৮) খুলনার বটিয়াঘাটার বিরাট কালবুনিয়া গ্রামের মো. আব্দুল ওয়াদুদ মোল্যার ছেলে ও নগর সিটি এসবির এএসআই।
দুর্ঘটনায় শফিকুল ইসলাম নামে আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লায় দায়িত্বরত অবস্থায় গাড়িচাপায় এসআই নিহত
রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মোশারফ হোসেন জানান, সোমবার রাত পৌনে ৮টার দিকে খুলনা সিটি এসবির এএসআই নাসিম উদ্দিন তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলযোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি খুলনা-মোংলা মহাসড়কে পৌঁছলে মোংলা থেকে ছেড়ে আসা রূপসাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা নাসিম ও শফিকুল ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
তিনি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে খুলনার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নাজিম উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
ওসি জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
২ বছর আগে
নেত্রকোণায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এএসআইসহ নিহত ২
নেত্রকোণার কলমাকান্দায় বেড়াতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে কলমাকান্দা লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন, নেত্রকোণা পুলিশ লাইনস্ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম সবুজ (৪৬) ও মোহাম্মদ ইনচান উদ্দিন (৩০)। হতাহতদের বাড়ি শেরপুরের নকলা উপজেলার পোলাবেশ গ্রামে।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়দের বরাতে নেত্রকোণা পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা সাত শহীদের সমাধিস্থল ঘুরে বেড়ানোর পর তারা একটি মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় গুরুতর আহত সুমন মাহমুদকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
তিনি জানান, লাশ কলমাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
২ বছর আগে