প্রাইভেটকারের ধাক্কা
গোলাপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার এমসি একাডেমি ও কলেজের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, রফিয়া বেগম এমসি একাডেমি ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তারের বাসা থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসা যাচ্ছিলেন।
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলের আরোহী নিহত
১ মাস আগে
হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক সহকর্মী। বুধবার (১৮ জানুয়ারি) রাতে হাতিরঝিলের কুনিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মহিউদ্দিন মিয়ার ছেলে জসিদুল মিয়া জাহিদ (২৪)। তিনি পাটোয়ারী এলপিজি অটোমোবাইল ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে জাহিদ ও তার সহকর্মী সৌরভকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে জাহিদকে মৃত ঘোষণা করেন।
১০ মাস আগে
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রাম মহানগরীতে প্রাইভেটকারের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।
সোমবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার বন্দর টোল রোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মোজাহিদ (৩২) বন্দর জোন ট্রাফিক বিভাগের সার্জেন্ট।
নিহত সার্জেন্টকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া বন্দর জোনের ট্রাফিক সার্জেন্ট মো. নাজমুল জানান, রাতে ডিউটিতে থাকাকালে টোল রোড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার সার্জেন্ট মোজাহিদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট মোজাহিদকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
দিনাজপুরে বাস ও মোটরসাইকেলের ধাক্কায় ২ নারী নিহত
১ বছর আগে
খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের
খুলনা মহানগরীর আড়ংঘাটায় প্রাইভেটকারের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার সময় সে সাইকেলে ছিল। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চিংড়িখালী-তেলিগাতীর মাঝামাঝি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
কাগজী রাহাত (১৪) খানজাহান আলী থানার শিরোমনি পূর্বপাড়ার ইকবাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: সাভারে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
পুলিশ জানায়, রাহাত ও মো. আমির হামজা (৪৫) নামে একজন সাইকেল যোগে আফিল গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগামীর একটি প্রাইভেটকার তাদের সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে দু’জনই রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে আমির হামজাকে সার্জারি (১) বিভাগের ৯/১০ ওয়ার্ডে ভর্তি করা হয়।
আর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে রাহাতকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বর্তমানে রাহাতের লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে আছে।
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) দিপক মন্ডল জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান রাহাত আর আমির হামজা গুরুতর আহত হন। আড়ংঘাটা পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, রাহাতের লাশ মর্গে আছে। আহত ব্যক্তিকে চিকিৎসার দেয়া হয়েছে। এরইমধ্যে পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
১ বছর আগে
গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া বালসাবাড়ি এলাকার রাজু ইসলাম (২৬), শামিম (২৬) ও গাজীপুর দেউলিয়াবাড়ি এলাকার শাহিন ইসলাম (৩১)।
আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে কোরবানির মাংস দিতে মোটরসাইকেলে শিশুসহ চার আরোহী নগরের কোনাবাড়ী কলেজগেইট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে কোনাবাড়ি ফ্লাইওভার পার হওয়ার সময় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ জানান, লাশগুলোর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
জেলার সরাইলে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাড়িউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল ভূঁইয়া (৫৫) নাসিরনগর উপজেলার ফেদিরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আহতরা হলেন, দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০) ।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৫
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সরাইলের বাড়িউড়া এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছেনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা যাত্রী দুলাল ভূঁইয়া ঘটনাস্থলে মারা যান এবং অন্যরা আহত হন। পরে আহতদের উদ্ধার করে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের ঘটনায় রিকশাচালক গ্রেপ্তার
২ বছর আগে