শ্বাসরুদ্ধকর
রোমাঞ্চকর ফাইনালে বরিশালকে হারাল কুমিল্লা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর ফাইনালে ফরচুন বরিশালকে এক রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান করে ইমরুলের দল। জবাবে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে আট উইকেটে ১৫০ রান করে ফরচুন বরিশাল।
ভিক্টোরিয়ান্সের ১৮তম ওভারে সুনীল নারাইন মাত্র দুই রান দেন। শেষ দুই ওভারে বরিশালের জয়ের জন্য ১৬ রান দরকার ছিল, শেষ পর্যন্ত তারা ১৪ রান করতে পারে। ১৯তম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র ছয় রান দিয়ে একটি উইকেট নেন। শেষ ওভারে শহিদুল ইসলাম ৮ রান দিয়ে কুমিল্লাকে তৃতীয় বারের মতো শিরোপা জিততে সহায়তা করেন।
শেষ ওভারে ১০ রান করতে ব্যর্থ হন তৌহিদ হৃদয় ও মুজিব উর রহমান। শেষ ছয় বলের পাঁচটি খেলে মাত্র পাঁচ রান করেন তৌহিদ।
এর আগে ১৫২ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে বরিশালের শুরুটা ভালো হয়নি। শূন্য রানে ওপেনার মুনিম শাহরিয়ার প্যাভিলিয়নে ফিরেন।
দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল এবং শৈকত আলী ৭৪ রানের জুটি করেন, যা ফরচুন বরিশালের জন্য দুর্দান্ত ভিত্তি তৈরি করে। চলতি বিপিএলে মাত্র চতুর্থ ম্যাচ খেলা শৈকত ২৬ বলে অর্ধশতক করেন। শেষ পর্যন্ত ১১ চার ও এক ছক্কায় ৩৪ বলে ৫৮ রান করেন তিনি।
এরপর গেইলের সাথে ক্রিজে যোগ দেন নুরুল হাসান। কিন্তু মাত্র ১৪ রান করে আবারও ব্যর্থ হন এই উইকেট কিপার ব্যাটার।
চলতি বিপিএলে গেইল তার শেষ ইনিংসে এক চার ও দুই ছক্কায় ৩১ বলে ৩৩ রান করেন।
শেষ পর্যন্ত ডেথ ওভারে চমৎকার বোলিং প্রদর্শনে কুমিল্লা বিপিএলে তৃতীয় শিরোপা জিতে নেয়।
কুমিল্লার পক্ষে সুনীল নারাইন ও তানভীর ইসলাম দুটি করে এবং মুস্তাফিজুর ও শহিদুল একটি করে উইকেট নেন।
এর আগে সুনীল নারাইনের ঝড়ো শুরুর পরও মাঝারি মানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় ইমরুল কায়েসের দল।
সুনীল নারাইন ২৩ বলে পাঁচ চার ও পাঁচ ছক্কায় ৫৭ রান করেন। তাদের প্রথম ছয় ওভারে রান ছিল দুই উইকেটে ৭৩ রান। কুমিল্লার প্রথম চার জনের তিনজন লিটন দাস, ফাফ ডু প্লেসিস, মাহমুদুল হাসান জয় দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি।
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস আবারও ব্যাট হাতে ১২ বলে ১২ রান করে ব্যর্থ হন। তাকে ফেরান ডোয়াইন ব্রাভো। এছাড়া মঈন আলী ৩২বলে ৩৮ ও আবু হায়দার রনি ২৭ বলে ১৯ রান করেন।
বরিশালের পক্ষে মুজিব উর রহমান ও শফিকুল ইসলাম দুটি করে এবং সাকিব, ব্রাভো ও মেহেদী একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: শিরোপা জিততে বরিশালের দরকার ১৫২ রান
করোনার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে নতুন বিতর্কে সাকিব
২ বছর আগে