নিরাপত্তা কর্মী
ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামে নিরাপত্তা কর্মীর হাত বিচ্ছিন্ন
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে আবু জাফর মুন্না নামে এক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাটি ঘটে। এরপর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন প্রবেশের সময় কদমতলী রেললাইনে পা পিছলে পড়ে গেলে ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।’
৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গায় ইউএনও'র নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদে আনসার ব্যারাকের শৌচাগার থেকে জামাল উদ্দিন (৫৫) নামে অচেতন এক আনসার সদস্যকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামাল উদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামাল উদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ঠাকুরবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
উদ্ধারকারী আনসার সদস্য সাইদুর রহমান বলেন, জামাল উদ্দিনসহ আমরা কয়েকজন সদস্য ডিউটিতে ছিলাম। এর মধ্যে যে কোনো এক সময় জামাল উদ্দিন আনসার ব্যাকারের শৌচাগারে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। পরে আনসার ব্যারাকের শৌচাগার মধ্যে জামাল উদ্দিনকে পড়ে থাকতে দেখি। দ্রুত জামাল উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি বলেন, সদর উপজেলার আনসার ব্যাকারের শৌচাগার থেকে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, আনসার সদস্যের মৃত্যুতে আমার খুব খারাপ লাগছে। লাশ তার পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এছাড়া তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন বলে তার পরিবারের নিকট থেকে জেনেছি।
আরও পড়ুন: নবীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
১০ মাস আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় থেকে সাবেক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড় থেকে মনির আহমেদ (৭৫) নামে সাবেক এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের পাহাড়ে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মৃত মনির আহমেদ চবির সাবেক নিরাপত্তা কর্মী ছিলেন।
জানা যায়, একই অনুষদের ঝাড়ুদার জগদীশ রুদ্র প্রথমে লাশটি পড়ে থাকতে দেখে সবাইকে জানায়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে তিনি সেখানে বাঁশ কাটতে গিয়েছিলেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি এখনও।
অনুষদের ঝাড়ুদার জগদীশ রুদ্র বলেন, আমি অনুষদের পানির মোটর ছেড়ে পেছনে তাকিয়ে দেখি ঝোপ ফাঁকা। রাস্তা হয়ে আছে। তখন আমি একটু সামনে এগিয়ে আসতেই দেখি একজনের পা দেখা যাচ্ছে। পরে আমার সহকর্মী কাজল রুদ্রকে ডেকে আনি। লাশটাকে দেখতে মনির ভাইয়ের মতো লাগল, তাই আমরা ছবি তুলে ওনার মেয়েকে দেখাই। ছবি দেখে বাবাকে শনাক্ত করেন মেয়ে।
মৃত মনির আহমদের ছেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রহরী মো. তারেক মিয়া বলেন, আসরের নামাজ পড়ে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। বাবার লাশ পাওয়া গেছে বিকাল সাড়ে ৩টার দিকে। ইঞ্জিনিয়ারিং অনুষদের ঝাড়ুদার জগদীশ বাসায় জানিয়েছে। পরে আমি এসে বাবার লাশ দেখতে পাই।
চবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, হাটহাজারী থানা থেকে লোক এসে পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে গেছে। পাহাড়ে তার লাশ পাওয়া গেছে। এ অবস্থায় পোস্টমর্টেম না হলে তো কিছু বলা যাবে না।
আরও পড়ুন: সিলেটে ভাড়া বাসা থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেটে ফুটপাত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
১ বছর আগে
গাজীপুরে বাসচাপায় পোশাক কারখানার নিরাপত্তা কর্মী নিহত
গাজীপুরে বাসচাপায় পোশাক কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। রবিবার রাতে মহানগরীর গাছা থানার ছয়দানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়ার (৪৫) বাড়ি রংপুর জেলার হারাগঞ্জ থানার বাহার কাসনা গ্রামে। তিনি স্থানীয় সেপাল গার্মেন্টসে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুলাল মিয়া রাতে গাজীপুর মহানগরের গাছা থানার ছয়দানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বাঁকা থেকে ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পড়ুন: সাভারে ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
২ বছর আগে
নওগাঁয় সড়কে প্রাণ গেল ব্যাংক নিরাপত্তা কর্মীর
নওগাঁয় ট্রাকের ধাক্কায় ব্যাংকের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া বাজার সংলগ্ন তেতুলতলি নামক স্থান এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদত হোসেন (৪৩) মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের খোশালবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি জনতা ব্যাংক নওগাঁ শহরের কাজীর মোড় শাখায় নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত ছিলেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, শাহাদত হোসেন তার গ্রামের বাড়ি থেকে বাইসাইকেল যোগে নওগাঁ শহরে তার কর্মস্থলের আসার জন্য রওনা দেয়। পথে হাঁপানিয়ার তেতুলতলি নামক স্থানে পোঁছালে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা আহত শাহাদত হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
২ বছর আগে
বগুড়ায় নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ থেকে এক নিরাপত্তা কর্মীর (সিকিউরিটি গার্ড) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার কামতারা ত্রি-মহনি এর বগুড়া-পিরব রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম (৫২) উপজেলার ভোলাপাড়া গ্রামের আসাদ সরদার এর ছেলে এবং বগুড়া সদর থানার নামুজা বন্দরে সিকিউরিটি গার্ডের কাজ করতেন।
নিহতের স্ত্রী আমিনা বেগম বলেছেন, গত কয়েক দিন আগে নামুজা বন্দরে একটি দোকানে চুরি হয়। এই চুরিকে কেন্দ্র করে বেশ কয়েক জন আমার স্বামীকে ভয় দেখিয়েছে।
বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস পিপিএম বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে হত্যার কারণ জানা যায়নি।
আরও পড়ুন: বাগেরহাটে কলা বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে