বিশিষ্ট কবি
বিশিষ্ট কবি কাজী রোজী আর নেই
বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী (৭৩) মারা গেছেন। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এদিকে কাজী রোজীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই
২ বছর আগে