মায়া
সরকারি অনুদানের প্রথম কিস্তি পেলেন শাকিব খান
প্রায় ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। দেশে আসার পর জানালেন শিগগিরই আসছে নতুন চমক। তার কিছুটা আভাস পাওয়া গেল ২১ আগস্ট (রবিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তার উপস্থিতি দেখে।
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। এই নায়কের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অনুদানের প্রথম কিস্তির চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন এই তারকা।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মন্ত্রণালয়ে আলাপকালের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন শাকিব খান। সেখানে তিনি লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’
শাকিব খানের দীর্ঘদিন দেশে না থাকার কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা। সেই কাজ সম্পন্ন করে ফিরেছেন তিনি। আর এই তারকার দেশে ফেরাকে নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
ওদিকে, যুক্তরাষ্ট্রে তিনি একটি সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়ে এসেছেন। ‘রাজকুমার’ শিরোনামে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে দেখা যাবে শাকিবের বিপরীতে।
পড়ুন: ৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি
২ বছর আগে
ফের শাকিব-পূজা জুটি
চিত্রনায়কের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল শাকিব খান। তার এসকে ফিল্মস থেকে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ব্যবসার খাতা তাই বলে। সম্প্রতি এই তারকা পেয়েছেন সরকারি অনুদান ৬৫ লাখ টাকা, সিনেমার নাম ‘মায়া’।
শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘মায়া’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এতে শাকিবের বিপরীতে নায়িক চরিত্রে কে থাকবেন তা নিয়ে এতদিন চলছিল যত জল্পনা-কল্পনা ছিল। অবশেষে যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক নিজেই গণমাধ্যমে হাঁড়ির খবর জানালেন।
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
‘মায়া’তে শাকিবের সঙ্গে আবারও জুটি বাঁধবেন পূজা চেরি।
এই প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। কিন্তু সরকারি অনুদানের টাকা দিয়ে পুরোটা করা সম্ভব হবে না। এর বাজেট প্রায় কোটি টাকা। এতে নায়িকার চরিত্রে থাকছেন পূজা চেরি।’
চলতি বছরের শেষ দিকে শুরু হবে ‘মায়া’র শুটিং। তবে এর আগে সিনেমার নামও পরিবর্তন হতে পারে বলে জানা যায়।
আরও পড়ুন: প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন ছোট পর্দার সারিকা
এর আগে গত রোজার ঈদে শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা ‘গলুই’মুক্তি পেয়েছিল। যা বেশ সাড়া ফেলে। শাকিবের বিপরীতে প্রশংসিত হয়েছে পূজা। সেই সফলতা ধারাবাহিকতায় আবারও তাদের রসায়ন পর্দায় দেখতে পাবে দর্শক।
২ বছর আগে
আ’লীগের উল্টো বলা বিএনপির ধর্ম: মায়া
আওয়ামী লীগের উল্টো বলা বিএনপির ধর্ম বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যা বলে, বিএনপি সব সময়ই তার উল্টোটা বলে। এটা তাদের ধর্ম, এটা তাদের রাজনীতি।’
শনিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রত্যেক ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে: মায়া
সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছে সার্চ কমিটিতে নাম দেবে না। কে নাম দিল বা দিল না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ।’
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সবচেয়ে বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেছে। আমার বিশ্বাস, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নির্বাচনে আসবে। যতই টালবাহানা করুক না কেন, এটি হচ্ছে তাদের দর কষাকষি বা দাম বাড়ানোর কৌশল।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘তিতলি’ মোকাবেলায় সরকার প্রস্তুত: মায়া
২ বছর আগে