আখতারুজ্জামান
সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে বহিষ্কার করেছে বিএনপি।
রবিবার দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আখতারুজ্জামানকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আখতারুজ্জামান গত সাধারণ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন: ইসি গঠনের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার: বিএনপি
নাম প্রকাশ না করার শর্তে দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, সম্প্রতি বিএনপির বিরুদ্ধে কিছু ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, এক টিভি টকশোতে আখতারুজ্জামান বিএনপিকে নির্লজ্জ ও ব্যর্থ দল হিসেবে বর্ণনা করেছেন।
এর আগে বিএনপি ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও কিছু মন্তব্য করেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য।
আখতারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন।
আরও পড়ুন: সরকার আবারও গুম, অপহরণে লিপ্ত হচ্ছে: বিএনপি
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
২ বছর আগে