নিবেদন
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন নতুন দুই ডেপুটি গভর্নরের
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত দুই ডেপুটি গভর্নর খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান।
শুক্রবার (৮ মার্চ) শ্রদ্ধা নিবেদন করেন নব নিযুক্ত এই দুই গভর্নর।
আরও পড়ুন: অমর একুশে: ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং মুক্তিযুদ্ধে শহীদদের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তারা।
আরও পড়ুন: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা
৯ মাস আগে
বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন
৫৩তম বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আরও পড়ুন: আইসিএমএবি খুলনা ব্রাঞ্চে ‘ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে’ উদযাপন
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মঈন বলেন, স্বাধীন বাংলাদেশ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখ লাখ মানুষ রক্ত ঝরিয়েছেন এবং জীবন উৎসর্গ করেছেন।
কিন্তু আওয়ামী লীগ এদেশের কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অকালে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা চরম দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন।
ড. মঈন আরও বলেন, স্বাধীনতার ৫২ বছর পর বাংলাদেশের ১৮ কোটি মানুষের আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে হবে- কেন তারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করে বাংলাদেশে ‘একদলীয় স্বৈরাচারী' সরকার প্রতিষ্ঠা করেছে।
পরে তারা রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিএনপি নেতারা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ড. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবু, তাইফুল ইসলাম টিপু, রফিক শিকদার, নিপুণ রায় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করার কথা রয়েছে।
সমাবেশে অংশ নিতে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন শত শত নেতা-কর্মী।
দিবসটি উপলক্ষে সারাদেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এর আগে সকালে বিজয় দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তারা।
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি বিজয় দিবস উদযাপন করছে।
আরও পড়ুন: বিজয় দিবস উদযাপনে ঢাকায় ৩০ ভারতীয় ওয়ার ভেটারেন
বাংলাদেশের জোন্টা ক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন
১ বছর আগে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আ. লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন
ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সব নেতা, ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাংবাদিক তোয়াব খানকে শেষ শ্রদ্ধা নিবেদন
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি পদে বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পদে পনিরুজ্জামান তরুনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ আগের কমিটিতেও সভাপতি ছিলেন। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন তিনি। তিনি ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য।
পনিরুজ্জামান তরুন এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদে ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন ভুইয়া, ঢাকা জেলার সাবেক সহসভাপতি সওকত শাহীন, সাবেক মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবন্য, ধামরাই এর মেয়র গোলাম কবীর, সাভারের মেয়র আব্দুল গনি, সাবেক সদস্য সিরাজুল ইসলাম, নবাবগন্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ সিকদার।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের
২ বছর আগে
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শুক্রবার পদ্মা সেতু হয়ে রাষ্ট্রপ্রধানের মোটর শোভাযাত্রা বিকাল ৫টায় টুঙ্গিপাড়ায় পৌঁছায় বলে তার প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন।
আরও পড়ুন: প্রথমবারের মতো পদ্মা সেতুতে রাষ্ট্রপতি
চলতি বছরের ২৫ জুন উদ্বোধনের পর পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়ায় এটি রাষ্ট্রপতির প্রথম সফর।
রাষ্ট্রপতি আবদুল হামিদকে সেখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতি জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগদান করেন।
আরও পড়ুন: করতোয়ায় নৌকাডুবিতে নিহত এবং মিঠামইনের আ.লীগ নেতার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
২ বছর আগে
শাহ মোয়াজ্জেমের প্রতি বিএনপি শ্রদ্ধা নিবেদন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মোয়াজ্জেমের কফিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং একটি মঞ্চে রাখা হয়। এসময় দলটির নেতাকর্মীরা বুধবার রাতে মারা যাওয়া এই বিএনপি নেতাকে শেষবার দেখেন।
বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান প্রবীণ এই নেতার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে বিএনপি কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক দলীয় নেতাকর্মী অংশ নেন।
আরও পড়ুন: খোকাকে বিএনপির শেষ শ্রদ্ধা নিবেদন
জানাজার আগে সংক্ষিপ্ত ভাষণে খন্দকার মোশাররফ বিভিন্ন আন্দোলন ও দেশের মুক্তিযুদ্ধে মোয়াজ্জেম হোসেনের ভূমিকার কথা স্মরণ করেন।
তিনি বলেন, আমাদের সত্যিই শাহ মোয়াজ্জেমের মতো একজন নির্ভীক নেতা দরকার, কারণ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছি। কিন্তু তিনি অনন্তকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন।
তিনি জানান, শাহ মোয়াজ্জেমের সারা জীবনের আন্দোলন-সংগ্রামের ইতিহাস অনুসরণ করে সফল আন্দোলন করে মোয়াজ্জেমকে জনগণের মাঝে বাঁচিয়ে রাখবে তারা।
মোশাররফ বলেন,‘আমি মৃত ব্যক্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানাই।’
জানাজা শেষে মোয়াজ্জেমের মরদেহ মুন্সীগঞ্জের শ্রী নগরে নিয়ে যাওয়া হয় যেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে তৃতীয় ও শেষ জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বুধবার রাতে গুলশানের বাসায় ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ মোয়াজ্জেম হোসেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জের দোগাছি গ্রামে তার জন্ম। শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৫২ থেকে ১৯৭০ সালের মধ্যে ভাষা আন্দোলন এবং দেশের স্বাধীনতার জন্য বিভিন্ন সংগ্রামে অংশগ্রহণের কারণে তিনি প্রায় ১৮ বছর জেলে কাটিয়েছেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ১৯৭৫ সালে খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে যোগদান করেন। পরে এইচ এম এরশাদের শাসনামলে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলের মহাসচিব ও দেশের উপ-প্রধানমন্ত্রী হন। মোয়াজ্জেম ২০০৬ সালে ফের বিএনপিতে যোগ দেন এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত দলের সঙ্গেই ছিলেন।
আরও পড়ুন: কে জি মোস্তফাকে শেষ শ্রদ্ধা জানালো সাংবাদিক ও সহকর্মীরা
এম এ মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা বিএনপির
২ বছর আগে
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়ার মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তারা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে অংশ নেন।
পড়ুন: নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩০, আটক ১৩
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
সারাদেশে বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্সূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
দিনটি উদযাপনে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করে দলটি।
এরপর দলটির নেতাকর্মীরা বিকাল ৩টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের করে। এছাড়া শুক্রবার এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পড়ুন: ক্ষমতায় গেলে জিয়া হত্যার বিচারে কমিশন গঠন করবে বিএনপি: ফখরুল
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফার ভিত্তিতে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮০ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তার স্ত্রী দলের নেতৃত্বে আসেন।
প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় যায় ও দুইবার বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। ২০০৭ সালে ১/১১ পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রায় ১৫ বছরের কাছাকাছি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে দলটি।
আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
২ বছর আগে
শহীদ মিনারে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অমর একুশে’- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রবিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
দেশের প্রাণবন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিন: শেখ হাসিনা
উন্নয়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য: শেখ হাসিনা
২ বছর আগে