প্রভাত ফেরি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাবিতে প্রভাত ফেরি অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঐতিহ্যবাহী ‘প্রভাত ফেরি’র আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
সোমবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে উপাচার্যের বাসভবনের সামনে থেকে প্রভাত ফেরির মিছিল শুরু হয়।
পরবর্তীতে মিছিলটি নীলক্ষেত হয়ে আজিমপুর কবরস্থানে যায়। সেখানে শফিউর রহমান, আবুল বরকত ও আবদুল জব্বারের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাবি উপাচার্য। পরে কবরস্থানে সকলের জন্য দোয়া করা হয়।
আরও পড়ুন: ঢাবিতে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
মোনাজাত শেষে তারা আজিমপুর মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তার মাঝ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
সকাল সাড়ে ৮টার দিকে ঢাবি উপাচার্যের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার প্রমুখ।
আরও পড়ুন: ঢাবির এ এফ রহমান হলে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
উপাচার্যদের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়: ঢাবি উপাচার্য
২ বছর আগে