মুনিম শাহরিয়ার
জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেলেন মুনিম শাহরিয়ার
সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন ডানহাতি ওপেনার মুনিম শাহরিয়ার।
সোমবার সন্ধ্যায় ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ ও ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজটি।
এ প্রসঙ্গে মুনিম ইউএনবিকে বলেন, ‘এটা একটা স্বপ্ন ছিল যেটা সত্যি হয়েছে। আমি জাতীয় দলে আমার অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করব। একাদশে সুযোগ পেলে, আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব।’
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
ক্রিস গেইলের সঙ্গে ফরচুন বরিশালের হয়ে ওপেনিং করতে গিয়ে তিনি বিপিএলে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন।
তিনি বিপিএলের গত আসরে ছয়টি ম্যাচ খেলেন এবং স্ট্রাইক রেটে ১৫০ ছাড়িয়ে ১৭৮ রান করেছিলেন। এবারের বিপিএলেও ১৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি মুনিমের প্রশংসা করে বলেছেন, এবারের বিপিএলের সবচেয়ে বড় আবিষ্কার হতে পারে মুনিম।
মুনিমের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন ইয়াসির আলীও।
আসন্ন সিরিজে বাংলাদেশ স্কোয়ার্ড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাইম।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ
২ বছর আগে