ব্যক্তির লাশ উদ্ধার
লালমনিরহাটে নিখোঁজের দুই দিন পর ব্যক্তির লাশ উদ্ধার
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের দুই দিন পর রমজান আলী নামে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
রমজান আলী (৬৪) ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
আরও পড়ুন: পাবনায় ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজান আলী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় রেল সেতু থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
১ মাস আগে
কীর্তনখোলায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কীর্তনখোলা নদীর একটি শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিকালে বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিহত আফসার আলী খান চরমোনাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নলচর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: বগুড়ায় নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি বিকালে সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে তার সন্ধানে তল্লাশি শুরু করে। চারদিন পর মঙ্গলবার সকালে কীর্তনখোলা নদীর একটি শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।
আরও পড়ুন: বাগেরহাটে কলা বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাতুজ্জামান জানান, স্বজনরা লাশ শনাক্ত করেছে, এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২ বছর আগে