স্বামী আহত
গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্বামী খায়রুল ইসলাম।
রবিবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা পটুয়াখালী সদর উপজেলার চারবুনিয়া গ্রামের মোশারফের মেয়ে।
আরও পড়ুন: কামরাঙ্গীর চরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
আয়েশার এক আত্মীয় জহিরুল ইসলাম বলেন, কর্মস্থলে যোগ দিতে রবিবার ভোরে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। সদরঘাট থেকে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছালে অপর একটি গাড়ি আজমেরি পরিবহনের বাসটিতে ধাক্কা দেয়।
সে সময়ে বাসে থাকা আয়েশা ও তার স্বামী খায়রুলসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ১৮ মাসের ইয়াসিন বাবার পর মাকে হারালো, মৃত্যু বেড়ে ১৫
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ত্রাণের টিন আনতে গিয়ে প্রাণ গেল ৪ জনের
৮ মাস আগে
খুলনায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত
খুলনায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামীও। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ সোনিয়া আক্তার আব্দুল আলীমের স্ত্রী। তারা দাকোপ উপজেলায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর জানান, বিকালে মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিলেন সোনিয়া আক্তার ও আব্দুল আলীম দম্পতি। এ সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে চালকের স্ত্রী রাস্তার ওপর পড়ে গেলে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটে বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে ৫ জন নিহত
এ ঘটনায় গৃহবধূর স্বামী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর। লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর পর বাসটি জব্দ করেছে পুলিশ বলেও জানান এসআই।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
১ বছর আগে
রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত
রাজশাহী নগরীর চোদ্দপাই এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকের স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্বামী আহত হয়েছেন।
শুক্রবার (৫ মে) সন্ধ্যার দিকে নগরীর চোদ্দপাই আইবিএ ভবনের সামনে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত নারীর নাম বেলি বেগম (৪৫)। তিনি আহত আবু তালেবের স্ত্রী। আবু তালেব দুর্গাপুর চৌবাড়িয়া এলাকার তাসের উদ্দিনের ছেলে।
এদিকে আহত আবু তালেবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বামী-স্ত্রী রাজশাহী নগরী থেকে গ্রামের বাড়ি দুর্গাপুরে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার সন্ধ্যার ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আহত বেলিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
এছাড়া দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস ও মোটরসাইকেল উদ্ধার করে।
আরও পড়ুন: উলিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
১ বছর আগে
চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান আরোহী নারী নিহত, স্বামী আহত
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান আরোহী এক নারী নিহত ও তার স্বামী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার আন্ধার মুহা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক্টরটি আটক করে পুলিশ।
নিহত আফিয়া বেগম (৩৫) একই উপজেলার বিন্যাকুড়ি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, দুপুর পৌনে ১টার দিকে স্বামীর সঙ্গে ভ্যানে গন্তব্যে যাবার সময় ইট বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তারা।
তিনি আরও বলেন, উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে আফিয়া বেগমকে মৃত বলে ঘোষণা করে জরুরি বিভাগের চিকিৎসক। তবে তার স্বামী আশঙ্কামুক্ত অবস্থায় আছে।
আরও পড়ুন: উপহার পেল সাতক্ষীরার নিহত ১০ পুলিশ সদস্যের পরিবার
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (২৬) আহত হয়েছেন। উপজেলার শিমরাইল এলাকায় সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফরোজা আক্তার (২৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাংলাবাজার চেঙ্গাকান্দি এলাকার পুলিশ কনস্টেবল হাবিবুর রহমানের স্ত্রী।
আহত হাবিবুর রহমান পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতের বোনের বরাতে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান জানান, নিয়মিত ঢাকা থেকে বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতেন হাবিবুর। সোমবার সন্ধ্যায় স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মাতুয়াইলে তার বাসায় বেড়ানোর জন্য রওনা দেন। পথে শিমরাইল ট্রাক স্ট্যান্ডের বিপরীত পাশে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আফরোজার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ওসি জানান, আহত হাবিবুরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২ বছর আগে