পল্লবী
পল্লবীতে 'মাদক সংক্রান্ত বন্দুকযুদ্ধে' নারী নিহত
রাজধানীর পল্লবীতে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে আয়েশা আক্তার (২৬) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল জানান, বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর-১১ নম্বরের লালমাটি টেম্পো স্ট্যান্ডের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে।
কাছের একটি ভবনের ভেতরে থাকা আয়েশা সিঁড়ির জানালা দিয়ে বাইরে তাকালে মাথায় গুলিবিদ্ধ হন। এতে তার তাৎক্ষণিক মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: গাজীপুর কারাগারে বিদ্রোহের চেষ্টা, গোলাগুলিতে ২২ বন্দি আহত
৩ দিন আগে
পল্লবীতে নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
রাজধানীর পল্লবী থেকে মাহফুজা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী আমিনুলকে আটক করা হয়েছে।
রবিবার(৪ মার্চ) সন্ধ্যায় মাহফুজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: সিলেটে ঘরের দরজা ভেঙে নারীর গলিত লাশ উদ্ধার
নিহতের পরিবারের দাবি, যৌতুকের জন্য স্বামী আমিনুল প্রায় প্রতিদিনই নির্যাতন করতেন মাহফুজাকে। সর্বশেষ তার মায়ের এফডিয়ারের সাত লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন আমিনুল।
স্বামী আমিনুলের দাবি, মাহফুজা আত্মহত্যা করেছেন। ভুক্তভোগীর পরিবারকে ফোন দিয়ে মাহফুজা অসুস্থ বলেও জানায় আমিনুল। এরপর তারা গিয়ে দেখতে পান মাহফুজার লাশ।
তাদের বলা হয়- আত্মহত্যা করেছেন মাহফুজা। তবে এই কথা মানতে নারাজ মাহফুজার পরিবার। তারা বলছেন, আত্মহত্যা করার মতো মেয়ে সে নয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, মাহফুজাকে হত্যা করা হয়েছে কি না এটা এখনও স্পষ্ট না। তবে তার আত্মহত্যার কিছু চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরিবার বাদী হয়ে একটি মামলা করেছে।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর নবম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সরিষা খেতে ঘাস বিক্রেতার পোড়া লাশ
৭ মাস আগে
পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাকে মৃত বলে জানান।
নিহত রায়হান হোসেন (২৬) পল্লবী থানার সেকশন ১১ পলাশ নগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।
রায়হানের বাবা রাজু মিয়া বলেন, আমার ছেলে একটি গার্মেন্টসে চাকরি করতো। একুশে ফেব্রুয়ারির ছুটি থাকায় সে বাসা থেকে বিকেলে ঘুরতে বেরোয়। রাতে বাসায় ফিরে। রাত ৯টার দিকে আমার আরেক ছেলে অসুস্থ তার জন্য ওষুধ আনতে যায়। পরে পল্লবীর লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে গেলে ছিনতাইকারীরা তাকে আক্রমণ করে। তার কাছে থাকা বেতনের টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে এতে সে বাধা দেয়। পরে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে ট্রাক স্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে লোকজনের মুখে খবর পেয়ে ট্রাক স্ট্যান্ডে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, পল্লবী থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবককে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্বজনরা নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু
বরিশালে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু
ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২ জনের মৃত্যু
২ বছর আগে