ভুয়া
ভুয়া প্রোফাইল থেকে সাবধান: ঢাকায় মার্কিন দূতাবাস
ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুক ফলোয়ারদের ভুয়া প্রোফাইল সম্পর্কে সচেতন থাকার ব্যাপারে সতর্ক করেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়াতে এ ধরনের প্রতারণামূলক প্রোফাইলের ব্যাপারে সচেতন থাকুন!’
যদি কেউ এ ধরনের প্রোফাইল দেখে তবে নেটিজেনদের তাদের সঙ্গে ব্যক্তিগত তথ্য বিনিময় কিংবা অর্থ লেনদেন না করার অনুরোধ করেছে দূতাবাস।
এছাড়াও মার্কিন দূতাবাস, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রোফাইলগুলো রিপোর্ট করার উৎসাহিত করেছে।
আরও পড়ুন: মার্কিন দূতাবাস থেকে কোনো ব্যক্তির গতিবিধির গুজব সম্পূর্ণ ‘মিথ্যা ও ভুল’: মুখপাত্র
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাধারণ পরিষেবা আজ সীমিত থাকবে
১ বছর আগে
ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট: র্যাবের হাতে আটক ১৪
করোনাভাইরাসের ভুয়া নেগেটিভ সার্টিফিকেট দেয়ার আশ্বাস দিয়ে বিদেশ গমনকারীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- মো. জসিম উদ্দিন (২২), মো. সুলতান মিয়া (১৯), মো. বেলাল হোসেন (৩১), মো. আবুল হোসেন (২৪), মো. আব্দুল নূর (২১), মো. আলফাজ মিয়া (১৯), মো. শামীম (৩২), মো. আহমদ হোসেন (৯), মো. ইমরান উদ্দিন মিলন (১৯), মো. সবুজ মিয়া (২৭), মো. আব্দুর রশিদ (২৮), মো. আব্দুল করিম চৌধুরী (৩২), মো. আঙ্গুর মিয়া (২৫) এবং মো. আলমগীর হোসেন (২০)।
বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে র্যাব-১১ এর কয়েকটি দল কুমিল্লার কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে জসিম ও সুলতানকে আটক করে।
আরও পড়ুন: রাজশাহীতে ৭ স্বর্ণের বার জব্দ, আটক ১
আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং রাজধানীর সায়দাবাদ, রমনা ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্য সদস্যদের আটক করে।
অভিযানে প্রায় সাত লাখ টাকা, ১২০টি সিম কার্ড, সিম চালু করার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, একটি ট্যাব, ৩২টি মোবাইল ফোন সেট, একটি পাসপোর্ট ও কিছু নোটবুক জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় রিংলিডার বেলাল স্বীকার করেছেন,গত বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যে যেতে চান এমন একজনকে তিনি কথা দিয়েছিলেন যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে একটি ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট বানিয়ে দেবেন।
এভাবে ছয় শতাধিক বিদেশগামী প্রবাসীর কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন বেলাল।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: ফতুল্লায় যুবককে ছুরিকাঘাতে হত্যা: আটক ৪
মুন্সীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত, চালক আটক
২ বছর আগে