পুলিশ পরিদর্শক গ্রেপ্তার
স্ত্রী নির্যাতনের মামলায় পুলিশ পরিদর্শক গ্রেপ্তার
ফরিদপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ঢাকার রাজাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরদিন সকালে তাকে ফরিদপুরের কোতোয়ালি থানায় আনা হয়।
গ্রেপ্তার পুলিশ পরিদর্শক মো. শামসুদ্দোহা (৪০) গোপালগঞ্জের মুকসুদপুরের পশ্চিম গোপীনাথপুর গ্রামের নুরুদ্দিন আহম্মেদের ছেলে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, পুলিশ পরিদর্শক শামসুদ্দোহা চুয়াডাঙ্গার দর্শনা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ফারজানা খন্দকার তুলির দায়ের করা নারী নির্যাতন মামলায় তাকে ঢাকার রাজাবাজর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ৩ পুলিশ গ্রেপ্তার
তিনি আরও জানান, গ্রেপ্তার পুলিশ পরিদর্শকের স্ত্রী বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে যৌতুকের দাবি, মারধর ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন।
এ বিষয়ে মামলার বাদী ফারজানা খন্দকার জানান, ২০১৫ সালে তিনি জানতে পারেন তার স্বামী পরকীয়ায় জড়িত। তখন থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এরপর তার স্বামী তার বাবার কাছ থেকে প্রমোশন বাবদ ৭০ লাখ টাকা দাবি করেন। তিনি ১৫ লাখ টাকা এনে দেয়াতে তার ওপর স্বামীর নির্যাতন বাড়তে থাকে। এছাড়া তার স্বামী প্রতিদিন নেশা করে এসে তাকে মারধর করতো।
আরও পড়ুন: গাজীপুরে অপহরণ ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি, ২ পুলিশ গ্রেপ্তার
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার পুলিশ পরিদর্শক শামসুদ্দোহাকে বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করা হয়।
২ বছর আগে