বিশ্বকাপ সুপার লিগ
লিটন-মুশফিক জুটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন ও মুশফিকের দুর্দান্ত জুটিতে ভর করে আফগানদের ৮৮ রানে হারিয়েছে টাইগাররা। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
এছাড়া এ জয়ের ফলে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে টপকে শীর্ষে এখন বাংলাদেশ। এ ইভেন্টে টাইগারদের এখন ১০টি জয় রয়েছে এবং ইংল্যান্ডের ৯টি।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ।
লিটন দাস ও মুশফিকুর রহিমের রেকর্ড ২০২ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে টাইগাররা।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন লিটন দাস। তিনি ১২৬ বলে ১৬টি চার ও দুটি ছয়ের মারে এ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি লিটনের পঞ্চম শতক। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এছাড়া মুশফিকুর রহিম করেন ৯৩ বলে ৮৬ রান এবং সাকিব আল হাসান ৩৬ বলে ২০ রান।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফরিদ আহমেদ। এছাড়া রশিদ খান ও ফজল হক ফারুকি নেন একটি করে উইকেট।
বাংলাদেশের দেয়া ৩০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫ দশমিক ১ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ২১৮ রান তুলে সফরকারীরা।
আফগানদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া রহমত উল্লাহ ৫২ এবং মোহাম্মদ নবী করেন ৩২ রান।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় বাংলাদেশের
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।
এ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই ভেন্যুতে ২৮ ফেব্রুয়ারি হবে।
এ সিরিজের পর দু’দলের ঢাকায় দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ম্যাচ দুটি ৩ ও ৫ মার্চ হবে।
২ বছর আগে