লড়াই শুরু
কিয়েভের সড়কে লড়াই শুরু
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তৃতীয় দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে এবং শহরের সড়কে লড়াই শুরু হয়েছে এবং কর্মকর্তারা নাগরিকদের নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে শনিবার এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাজধানী কিয়েভ থেকে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি।
আরও পড়ুন: পালিয়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের প্রেসিডেন্টের
এ বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এক মার্কিন জ্যৈষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জেলেনস্কিকে উদ্ধৃত করে বলেছেন তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন,’লড়াই এখানে’ এবং তার ট্যাঙ্ক বিরোধী গোলাবারুদ দরকার কিন্তু ‘অভিযান নয়’।
জেলেনস্কি বলেন, ‘এই রাতে আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। ইউক্রেনের ভাগ্য এখনই নির্ধারিত হচ্ছে।’
কিয়েভ শহরের কর্মকর্তারা নাগরিকদের নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন এবং জানালার কাছ থেকে দূরে বলেছেন।
আরও পড়ুন: পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইউরোপের
বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ এ হামলায় শতাধিক হতাহত এবং এক লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
২ বছর আগে