প্রতিমন্ত্রী কে এম খালিদ
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ এ স্লোগানে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন। উৎসবটি চলবে ৪ মার্চ পর্যন্ত।
এবারের উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র।
প্রধান অতিথির বক্তব্যে কে এম খালেদ বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় পরিকল্পনা নিয়েছে প্রত্যেক উপজেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে ছোট একটি সিনেকমপ্লেক্স ডিজাইনও করা হয়েছে। ৩০টি উপজেলায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি এই বছর কাজটি আরও এগিয়ে যাবে।’
আরও পড়ুন: বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন মৌসুমী
বিকল্পধারা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে বিশেষ অবদান রাখায় মানযারেহাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেলকে হীরালাল সেনকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়।
এছাড়া প্রতিবারের মতো এবারের উৎসবেও প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে তিনটি পুরস্কার দেয়া হবে। উৎসবের মূল স্থান শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়তন।
আরও পড়ুন: ‘নাসেক নাসেক’ গান দিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজন শুরু
প্রতিদিন বেলা ১১টা, ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট চারটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া জাতীয় জাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেখানো হবে।
এছাড়া অনুষ্ঠানে ফেস্টিভ্যাল ডিরেক্টর ইমরান হোসেন কিরমানি, শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন ও ফেস্টিভ্যালের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বক্তব্য দেন।
২ বছর আগে