আড়িয়াল খাঁ নদ
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
মাদারীপুর জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদে বালুবোঝাই বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুলাই) বিকাল ৪টার দিকে বাল্কহেডটি ডুবে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্মরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুম আলম খান জানান, বিকাল ৪টার দিকে বাল্কহেডটি নদে ডুবে যায়। এ সময় বাল্কহেডের তিন শ্রমিক নিখোঁজ হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চর কামারকান্দি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে।
আরও পড়ুন: ময়মনসিংহে পুকুরে ডুবে দাদি-নাতনির মৃত্যু
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
১ বছর আগে
বরিশালে ট্রলারডুবি: আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪
বরিশালের আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির ঘটনায় শনিবার সকালে আরেক জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কাসিমউদ্দিন শেখের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোস্টগার্ড সদস্যরা নদী থেকে রফিকুলের লাশ উদ্ধার করে। তবে এখনও আরও একজন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি: নিখোঁজ আরেক জেলের লাশ উদ্ধার
এর আগে গত ২২ ফেব্রুয়ারি বরিশালের উপকূলে আড়িয়াল খাঁ নদে ৪২ যাত্রীসহ ট্রলারটি ডুবে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়।
বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, রাত ১টার দিকে চরমোনাই ইউনিয়নের নলচর উপকূলে ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রলার ডুবিতে নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু
২ বছর আগে