পিটিয়ে
ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ফতুল্লায় এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) রাতে উপজেলার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম আবু তাহের (৪০) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
আরও পড়ুন: সিলেটে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪
স্থানীয়রা জানান, লামিয়া ও জামাল পাশাপাশি বাসায় বসবাস করেন। শুক্রবার রাতে তাদের শিশু-সন্তানদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার দৃশ্য দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যান স্থানীয় বাসিন্দা আবু তাহের। এতে ক্ষুব্ধ হয়ে লামিয়া আক্তার ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করেন।
পরে স্থানীয় লোকজন তাহেরকে উদ্ধার করে শহরের মণ্ডলপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
১ বছর আগে
দুই সন্তানের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের সামনে স্ত্রী আঁখি আক্তারকে (৩২) হাত-পা বেঁধে হাতুড়ি পেটা করে হত্যা করেছে সাইদুল ইসলাম।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে সাইদুল।
পরে স্বজনরা আঁখি আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর আত্মহত্যা!
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের হয়েছে।
নিহত আঁখি আক্তার উপজেলার পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে এবং স্বামী সাইদুল ইসলাম পাশ্ববর্তী চেঙ্গকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এছাড়া দাম্পত্য জীবনে তাদের অর্ণব (১২) ও সিয়াম (১০) নামের দুই সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে সাঈদুল দুই ছেলের সামনেই তার স্ত্রীকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
বৃহস্পতিবার রাতে হঠাৎ তাদের ঘর থেকে ছেলেদের চিৎকার শুনে গিয়ে তারা সেখানে যেয়ে দেখেন আঁখির হাত-পা বাঁধা। মাথার বিভিন্ন অংশ থেতলানো। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের প্রত্যক্ষদর্শী ছেলে অর্ণব (১২) জানায়, বিভিন্ন সময়ে বাবা-মা ঝগড়া করতেন। বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে বাবা তার মাকে হাত-পা বেঁধে ঘরে থাকা হাতুড়ি দিয়ে পিটায়। তখন আমরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবা পালিয়ে যান। পরে মাকে হাসপাতালে নিলে তিনি মারা যান। আমরা মায়ের হত্যার বিচার চাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গৃহবধূ হত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা!
কুমিল্লায় চিরকুট লিখে ইন্টার্ন চিকিৎসকের আত্মহত্যা!
১ বছর আগে
গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা
গাজীপুরের কালীগঞ্জে পরকীয়ার সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম সোহেল ভূঁইয়া (৩৬)। তিনি উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত ছালাম ভূঁইয়ার ছেলে।
নিহতের ভাই সোহাগ মিয়া জানান, শুক্রবার রাত ৯টার দিকে কয়েকজন প্রতিবেশি সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে জেরিন নামে এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ এনে সোহেলকে গাছের সঙ্গে বেঁধে, মুখে গামছা পেঁচিয়ে মারধর করে। এ সময় তারা সোহেলের দুই পায়ের রগ কেটে দিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ গিয়ে সোহেলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, হাসপাতাল থেকে সোহেল ভূঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় মামলা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা!
পরকীয়ার জেরে স্বামী হত্যা: স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২ বছর আগে