আতিক
বায়ুদূষণ রোধে ৫ ঘোষণা মেয়র আতিকের
বায়ুদূষণ রোধে পাঁচটি ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (৩ জুন) দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে শক্তি ফাউন্ডেশন এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেভ ইয়োর ব্রেথ-ক্লিন এয়ার ইম্পারেটিভস’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়ে তিনি এসব ঘোষণা দেন।
মেয়র তার ঘোষণায় যেসব বিষয় উল্লেখ করেন তা হলো-
. ধূলাবাহিত বায়ুদূষণ রোধকল্পে নির্মাণস্থলে আচ্ছাদন ব্যবহার করা।
. বায়ুবাহিত সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয় এমন উপকরণ বহনকারী যানবাহনের জন্য উপযুক্ত আচ্ছাদন ব্যবহার নিশ্চিত করা।
. কালো ধোঁয়া নির্গমন হয় এমন অনুপযুক্ত যানবাহন নিষিদ্ধ করা।
. অপ্রয়োজনীয় পাতা ও বর্জ্য পোড়ানো পরিহার করা।
. নালা ও খালের অবৈধ পয়ঃনিষ্কাশন লাইন বন্ধ করা।
আরও পড়ুন: জলাবদ্ধতা নিরসনে কাজ করছে কুইক রেসপন্স টিম: ডিএনসিসি মেয়র
মেয়র আতিক আরও বলেন, শহরের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলে, গুলশান ও বারিধারা এলাকায় একটি সার্ভে করেছিলাম। বেশিরভাগ ভবনে সঠিক স্যানিটেশন ব্যবস্থা নেই। অভিজাত এলাকায় পয়ঃবর্জ্যের অবৈধ সংযোগ সিটি করপোরেশনের সারফেস ড্রেনে দিয়ে দূষণ করছে। গুলশান ও বারিধারা খালের পানি দূষিত। মাছের চাষ করা যায় না। সেখানে মশার চাষ হচ্ছে।
মেয়র বলেন, শহরের প্রায় সব ভবনেই এয়ার কন্ডিশন (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) লাগানো আছে। সবাই হাজার হাজার টাকা খরচ করে ঘর ঠান্ডা করার জন্য এসি লাগাচ্ছে। সবাই কিন্তু অনসাইটে সুয়ারেজ ব্যবস্থাপনা করা বিষয় কেউ চিন্তা করছে না। নির্বিচারে শহরের খালে, ড্রেনে সুয়ারেজের সংযোগ দিয়ে পানি, বায়ু দূষণ করছে। এগুলো বন্ধ করতে হবে। এসব অবৈধ সংযোগ বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।
ডিএনসিসি মেয়র বলেন, ফার্মগেটের আনোয়ারা উদ্যানে কোন স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না, এটি পার্ক হিসেবেই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি একসময় পার্ক ছিল। জনগণের চাহিদা অনুযায়ী এটি পার্ক হিসেবে ফিরিয়ে দিতে হবে। আমি জনগণের সঙ্গে আছি। এখানে কোন স্থাপনা নয়, এটি পার্ক হিসেবে থাকবে।
বায়ুর গুণমান উন্নতকরণে তথ্য-ভিত্তিক সমাধান এবং তার যথাযথ প্রয়োগের উপর গুরুত্বআরোপের লক্ষ্যে ইউএসএআইডি এবং শক্তি ফাউন্ডেশন যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঞ্চালনায় সংলাপে আরও অংশ নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক মো. লোকমান হোসেন মোল্লা।
আরও পড়ুন: নতুন ১৮টি ওয়ার্ডের পরিকল্পিত উন্নয়নে প্রকল্পের অনুমোদন: ডিএনসিসি মেয়র
নেদারল্যান্ডসের শহরগুলোর খালের আদলে ঢাকার খালগুলোর উন্নয়ন করতে চাই: ডিএনসিসি মেয়র
৭ মাস আগে
পরিবেশের ক্ষতি করে উন্নয়ন করা যাবে না: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ফলে রাস্তা নির্মাণ হচ্ছে, ভবন নির্মাণ হচ্ছে। কিন্তু পরিবেশের ক্ষতি করে উন্নয়ন করা যাবে না।
তিনি বলেছেন, আমরা সিটি করপোরেশন থেকে বৃক্ষরোপণ করছি। দুই বছরে দুই লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি শহরের পরিবেশ রক্ষায় প্রতিটি বাড়িতে অন্তত ২টি করে গাছ লাগানোর আহ্বান করছি। এ বিষয়ে রাজউক একটি নীতিমালা প্রনয়ণ করলে বাস্তবায়ন সহজ হবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠন ওয়েস আয়োজিত টেকসই নগর ও জনপদের জন্য সবুজায়ন শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আতিক এসব বলেন।
আরও পড়ুন: ডিএনসিসি’র সব মার্কেট ও বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে: মেয়র আতিকুল
মেয়র আতিক বলেন, ঢাকা শহরকে অক্সিজেন হাবে পরিণত করতে হবে। পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবেশের ক্ষতি করায় আজ পরিবেশ তার প্রতিশোধ নিচ্ছে। কোথাও কোনো গাছ কাটতে দেওয়া যাবে না। বিশেষ করে নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন হতে হবে। যেখানেই সুযোগ আছে গাছ লাগাতে হবে।
তিনি বলেন, আমরা ডিএনসিসি থেকে ছাদবাগানের জন্য ১০ শতাংশ কর ছাড়ের আবেদন করেছিলাম। আমাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সারা দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় ছাদ বাগান করলে ১০ শতাংশ কর ছাড়ের অনুমোদন দিয়েছে। ডিএনসিসিতে শিশুদের জন্ম নিবন্ধনের সময় একটি করে চারা বিতরণ করা হচ্ছে।
মেয়র বলেন, শহরটাকে আপন করে নিতে হবে। আমরা এই শহরের উপর নির্ভরশীল। এখান থেকেই আমরা উপার্জন করি, এখানেই আমরা বসবাস করি। অতএব এই শহরকে আপন করে নিতে না পারলে শহর রক্ষা করা কঠিন হবে। সবাই সচেতন হলে শহরের অনেক সমস্যা সমাধান করা সম্ভব। প্রতিজ্ঞা করতে হবে কোথাও গাছ কাটা যাবে না। শহরের সবুজায়ন বাড়াতে গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে আতিক বলেন, ডেঙ্গু প্রতিরোধে উত্তর সিটি করপোরেশনের ব্যর্থতা ও সফলতা বিচারের ভার জনগণের হাতে। জনগণ দেখছে ডিএনসিসি সক্রিয় অবস্থানে আছে। কোথাও অবহেলা পেলে অভিযোগ করুন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। আমরা বসে নেই।
তিনি আরও বলেন, ডিএনসিসি’র ওয়েবসাইটে, সবার ঢাকা অ্যাপসে ও ফেসবুক পেজে এলাকাভিত্তিক মশক কর্মীদের তালিকা দেওয়া আছে। সবাই সরাসরি মশক কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। সবাই সচেতন হলে, পানি জমিয়ে না রাখলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। অভিযানের বা জেল জরিমানার ভয়ে নয় বরং শহরটাকে ভালোবেসে পরিষ্কার রাখুন। সবাই যার যার আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোথাও পানি জমতে দিবেন না। তাহলেই আমরা ডেঙ্গু থেকে রেহাই পাব।
আরও পড়ুন: মহাখালীর সাততলা বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা মেয়র আতিকের
পরিবেশ রক্ষায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই দায়িত্ব নিতে হবে: মেয়র আতিক
১ বছর আগে
৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া ও আতিকের ‘পেয়ারা সুবাস’
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে এবারও রয়েছে বাংলাদেশের সিনেমার নাম। প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ বা ‘দ্য সেন্ট অব সিন’।
উৎসবটির অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
প্রতিযোগিতা বিভাগে ১২টি সিনেমার মধ্যে একটি ‘পেয়ারা সুবাস’। এছাড়াও এই বিভাগে রয়েছে আর্জেন্টিনা, রাশিয়া, চীন, ফ্রান্স ও জাপানের সিনেমা।
‘পেয়ারা সুবাস’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর চলবে ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।
উল্লেখ্য, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগত আসরে প্রতিযোগিতা বিভাগের তালিকায় ছিল বাংলাদেশের ‘আদিম’ সিনেমাটি। এমনকি এর পরিচালক যুবরাজ শামীম জিতেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান
ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
১ বছর আগে
ডিএনসিসি মেয়র আতিককে কিরগিজিস্তানের সম্মাননা
ভলিবল খেলার উন্নয়ন ও অলেম্পিক আন্দোলনে অসামান্য অবদান রাখায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে সম্মাননা সনদ দিলেন কিরগিজিস্তান। কিরগিজিস্তানের জাতীয় অলেম্পিক কমিটির পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিস্তানের একজন প্রতিনিধি মেয়রের হাতে এই সম্মাননা সনদ তুলে দেন।
আরও পড়ুন: পণ্য কেনার আগে মূল্যতালিকা দেখার আহ্বান ডিএনসিসি মেয়রের
মেয়র আতিকুল ইসলাম এ সময় কিরগিজিস্তান অলেম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে। এটি আমাদেরকে একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সব প্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এ সময় কারও মাঝে কোনো ভেদাবেদ থাকে না।’
মেয়র আরও বলেন, ‘পৃথিবী জুড়ে যে হানাহানি চলমান, তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। কোথাও কোনো হানাহানি হবে না বরং আমাদের মাঝে জাতি ও দেশগত সম্প্রীতি বাড়বে।’
এ সময় তিনি সামনের দিনগুলিতে খেলাধুলার আন্দোলকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।
আরও পড়ুন: ২০২১ সালের নববর্ষে নগরে এলইডি বাতি: ডিএনসিসি মেয়র
খাল, ডোবা, নালা অপরিষ্কার থাকলে ২০ অক্টোবর থেকে আইনগত ব্যবস্থা: ডিএনসিসি মেয়র
২ বছর আগে
ঢাকা শহরকে বাঁচাতে গাছ লাগাতে হবে: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। এছাড়া ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গাছপালা না থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হয় অনেক বেশি।
বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে ডিএনসিসি’র উদ্যোগে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া গাছ একটি শহরের পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্প কিছু গাছ আছে সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে।
আরও পড়ুন: যথাযথ নিয়মে গাড়ি না চালালে কঠোর ব্যবস্থা: মেয়র আতিক
তিনি বলেন, বছিলার রামচন্দ্রপুর-লাউতলা খাল দীর্ঘদিন অবৈধভাবে দখল হয়েছিল। লাউতলা খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল ট্রাক স্ট্যান্ড। এখানে প্রায় এক হাজার ৩০০ ট্রাক রাখা হতো। অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হয়েছিল। অবৈধ ট্রাক স্ট্যান্ড ও মার্কেট উচ্ছেদ করে আমরা এই লাউতলা-রামচন্দ্রপুর খাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। খালে এখন পানির প্রবাহ নিশ্চিত হয়েছে, নৌকা চলাচল করছে।
শহরের পরিবেশ রক্ষায় নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আজকে যারা ছোট্ট শিশু তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাদের জন্য বাসযোগ্য শহর নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ সৃষ্টি করতে হবে। লাউতলা খালের পাড়ে বৃক্ষরোপণ করে এখানে নান্দনিক পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা এখানে ওয়াকওয়ে নির্মাণ করবো। এছাড়া লাউতলা খাল সংলগ্ন উদ্ধারকৃত জায়গায় শিগগিরই একটি খেলার মাঠ নির্মাণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, অঞ্চল-০৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, ওয়ার্ড ১৪'র কাউন্সিলর মো. হুমায়ুন রশীদ (জনি), ওয়ার্ড ৩৩'র কাউন্সিলর আসিফ আহমেদ, ওয়ার্ড ৩৪'র কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রোকসানা আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নগরবাসীর জন্য নববর্ষের উপহার সাতটি পার্ক ও মাঠ: মেয়র আতিক
যানজট নিরসনে জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে গাড়ি চলবে: মেয়র আতিক
২ বছর আগে
ক্রিকেটার মোশাররফের কবর সংরক্ষণের নির্দেশ মেয়র আতিকের
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশররফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
এর আগে সদ্য প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন মোশাররফের স্ত্রী চৈতি ফারহানা গণমাধ্যমের মাধ্যমে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের প্রতি মৌখিকভাবে আবেদন জানান।
ক্রিকেটার মোশাররফের মৃত্যুতে শোক জানিয়ে মেয়র বলেন, ‘মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেনি, দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।’
আরও পড়ুন: ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মোশাররফ
মেয়র আতিক ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। দেশে ফিরে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্রিকেটার মোশারফের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হব বলেও জানান তিনি।
গত ১৯ এপ্রিল মোশাররফ ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৪০ বছর।
আরও পড়ুন: নগরবাসীর জন্য নববর্ষের উপহার সাতটি পার্ক ও মাঠ: মেয়র আতিক
ঠাকুরগাঁওয়ের সাবেক ক্রিকেটার বিপু আর নেই
২ বছর আগে
১ মার্চ থেকে টিকা সনদ না পেলে ব্যবস্থা: মেয়র আতিক
আগামী ১ মার্চ থেকে দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টিকা সনদ না পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘দোকানের মালিক-কর্মচারীদের টিকা না নেয়া থাকলে ১ মার্চ থেকে ডিএনসিসির ১০টি অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানপাট বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সূচনা কমিউনিটি সেন্টারে স্থাপিত ডিএনসিসির গণটিকা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, গণটিকা কার্যক্রমের আওতায় গত ৩ দিনে এক লাখ ২৫ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে। আজও টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়।
আরও পড়ুন: যথাযথ নিয়মে গাড়ি না চালালে কঠোর ব্যবস্থা: মেয়র আতিক
একজন লোকও টিকা কেন্দ্রে থাকা পর্যন্ত টিকা কেন্দ্র চালু রাখার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘কেউ যাতে টিকা বঞ্চিত না হয়। রাত যতই হোক উপস্থিত সবাইকেই টিকা দিতে হবে।’মেয়র আতিক বলেন,‘পর্যাপ্ত টিকা আছে। বিনে পয়সার টিকা না নেয়ার কোনো সুযোগ নেই।’মেয়র আরও বলেন,‘আগে কাগজপত্রের ঝামেলা ছিল। টিকা কেন্দ্রে যেতে ভয় পেতো। সেই সমস্যাও সমাধান করা হয়েছে।সবাইকে তিনি নির্ভয়ে টিকা নিয়ে সনদপত্র সংগ্রহ করার আহ্বান জানান।
আরও পড়ুন: ফেব্রুয়ারি থেকে বুড়িগঙ্গা নদীর খননকাজ পুনরায় শুরু হবে: মেয়র তাপস
নির্মাণে ত্রুটির কারণেই ফ্লাইওভারে ফাটল: চসিক মেয়র
২ বছর আগে