প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে ফেব্রুয়ারি থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
১৯৩০ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করা সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে অরাজনৈতিক লোকদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন এবং দেশে একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের আয়োজন করেন।
আরও পড়ুন: সিলেটের সাবেক এমপি সৈয়দ মকবুল হোসেন আর নেই
১৯৯৬ সালের ২৩ জুলাই তিনি আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২০০১ সালে অবসর গ্রহণ করেন।
বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান আর নেই
শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া তার মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীও গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
২ বছর আগে
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল এবং চারজন নির্বাচন কমিশনার (ইসি) শপথ গ্রহণ করেছেন।
রবিবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
আরও পড়ুন: সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন সিইসি হিসেবে নিয়োগ
এর আগে শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান (অব.), সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক জ্যৈষ্ঠ সচিব মো. আলমগীর ও সাবেক জ্যৈষ্ঠ সচিব আনিছুর রহমানকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।
সংবিধানের সঙ্গে মিল রেখে প্রথমবারের মতো কোনো আইনের অধীনে সদ্য গঠিত এ নির্বাচন কমিশন সোমবার দায়িত্ব গ্রহণ করবে।
কে এম নূরুল হুদার নেতৃত্বে এর আগের নির্বাচন কমিশনের মেয়াদ চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি শেষ হয়।
আরও পড়ুন: ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নাম গ্রহণ রাষ্ট্রপতির
কাজী হাবিবুল আউয়াল প্রতিরক্ষা সচিব হিসেবে ২০১৫ সালের জানুয়ারি মাসে অবসরে যান।
এর আগের দুই নির্বাচন কমিশনের মতো নতুন কমিশনও সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি সিইসি ও ইসি নিয়োগের জন্য ১০ জনের নাম প্রস্তাব করেন। সার্চ কমিটি প্রতি পদে দুজনের নাম প্রস্তাব করে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ নামের তালিকা গ্রহণ করেন।
এর আগে নির্বাচন কমিশন গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম চায় সার্চ কমিটি। কিন্তু বিএনপি ও অন্য কয়েকটি দল কোনো নাম দেয়নি।
আরও পড়ুন: নতুন ইসি কোনো পরিবর্তন আনতে পারবে না: বিএনপি
এছাড়া এ বিষয়ে সার্চ কমিটি বিশিষ্ট নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গেও একাধিক বৈঠক করে।
কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে সদ্য গঠিত নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জের সামনে পড়বে। নির্বাচনটি ২০২৩ সালের শেষের দিকে কিংবা ২০২৪ সালের শুরুতে হওয়ার কথা রয়েছে।
বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ ২০২৪ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। তবে সাধারণ নির্বাচন সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে আয়োজন করতে হয়।
২ বছর আগে