বেলারুশ সীমান্ত
বেলারুশ সীমান্তে হবে ইউক্রেন ও রাশিয়ার বৈঠক
ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠক বেলারুশ সীমান্তে হবে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে জানিয়েছে, বেলারুশ সীমান্তের একটি অজ্ঞাত স্থানে সাক্ষাৎ করবে দুই পক্ষ। তবে বৈঠকের কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
রবিবার রাশিয়া জানায়, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রুশ প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে এবং তারা আলোচনার জন্য অপেক্ষা করছে। রাশিয়ার এমন তথ্য জানানোর কয়েক ঘণ্টা পর ইউক্রেন এ ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনের খারকিভ শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা
তবে এর আগে বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তাদের অভিযোগ ইউক্রেনে আক্রমণের আগে রাশিয়া বেলারুশে বিশাল সৈন্য বহর পাঠিয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয় বলছে, পুতিন মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ‘ইউক্রেনীয় প্রতিনিধি দলের ভ্রমণ, আলোচনা ও প্রত্যাবর্তনের সময় দেশটিতে অবস্থানরত সব বিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র ভূমিতে থাকবে; তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন।
আরও পড়ুন: ২ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন: জাতিসংঘ
২ বছর আগে