গেন্ডারিয়া
গেন্ডারিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাইট ম্যানেজারের মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়ায় একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মো. মাহমুদ (৪০) নির্মাণাধীন ভবনের সাইট ম্যানেজার ছিলেন।
আরও পড়ুন: কুড়িগ্রামের নদীর পানিতে ডুবে বর্গাচাষির মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদ নিয়মিত পর্যবেক্ষণ করতে ভবনে গেলে বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাবশত তিনি পড়ে যান।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভাইয়ের মোটরসাইকেলের চাকায় ওড়না পেচিয়ে মৃত্যু হলো বোনের
কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় ভাই ও বোনের মৃত্যু
৮৮৯ দিন আগে
ঢাকার গেন্ডারিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার গেন্ডারিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। সোমবার ভোরে ধোলাইখাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আসবাবপত্র ব্যবসায়ী আবুল খায়ের(৩০) এবং ফার্নিচারের দোকানের কর্মচারী সাব্বির হোসেন (২৬)। তারা যথাক্রমে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
আহত নায়েম (১৭) সামান্য আঘাত পেয়েছিলেন। তাকে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ভোর সাড়ে ৩টার দিকে দু’জন দোকান থেকে বাড়ি ফেরার সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে আবুল খায়ের ও সাব্বির হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং তাদের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই।
আরও পড়ুন: ওসমানীনগরে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
৯৪৩ দিন আগে
রাজধানীর গেন্ডারিয়ার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গেন্ডারিয়ায় ১০টি দোকান ও একটি রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
সূত্রাপুর ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু
১০৪২ দিন আগে
গেন্ডারিয়ায় ৪০ ফুট গভীর গর্তে আটকে পড়া যুবক উদ্ধার
রাজধানীর গেন্ডারিয়ায় চার ভবনের মাঝখানে ৪০ ফুট গভীর গর্তে আটকে পড়া ২৪ বছর বয়সী এক যুবককে এক ঘণ্টার প্রচেষ্টায় জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সালমান নামে ওই ব্যক্তি রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় গভীর গর্তে পড়ে যান।
খবর পেয়ে সূত্রাপুর ফায়ার সার্ভিসের ডিএডি বজলুর রশিদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সালমানের গোঙানির শব্দ শুনতে পায়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ভুট্টা খেত থেকে যুবকের লাশ উদ্ধার
সালমানের কাছ থেকে সাড়া পেয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য গর্তে নেমে রাত আড়াইটার দিকে আটকে পড়া ওই ব্যক্তিকে বের করেন।
উদ্ধারকারীরা তাকে বের করে আনতে শ্বাসযন্ত্র এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করেছেন।
তবে ঠিক কী পরিস্থিতিতে তিনি পড়েছিলেন তা স্পষ্ট নয়।
পিঠে চোট পাওয়ায় আহত সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
১৩৭৭ দিন আগে