বিটিটিসি
সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির প্রস্তাব
সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ)।
গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) এই প্রস্তাব দেয় বিভিওআরভিএমএ।
প্রস্তাবে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮০ টাকা, বোতলজাত লিটার প্রতি ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ভ্যাট ফাঁকি রোধে ১০ হাজার ইএফডি বসাবে এনবিআর
ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান ইউএনবিকে বলেন, আগে যখন ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে তখন ডলারের দাম বিবেচনায় নেয়া হয়েছে। বিশ্ববাজারে দাম যতটা কমেছে দেশে সে অনুযায়ী দাম কমেনি।
তিনি বলেন, এখন প্রস্তাবটি পর্যালোচনা করা যেতে পারে। তবে মনে রাখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ চাপের মধ্যে রয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ায় চাপ আরও বাড়বে বলে জানান তিনি।
২ বছর আগে
বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দেশীয় বাজারে প্রভাব সামান্য
বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ২৬ শতাংশ কমলেও স্থানীয় বাজারে এখনো দাম কমানোর উদ্যোগ দেখা যায়নি।
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল আমদানি করে বাংলাদেশ। গত এক মাসে দেশটি থেকে আমদানি করা অপরিশোধিত সয়াবিন তেলের দাম কমেছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)হিসাব অনুযায়ী, গত বুধবার আর্জেন্টিনায় অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল প্রতি টন এক হাজার ৪৬৪ মার্কিন ডলার, যা মাত্র এক মাস আগে টন প্রতি ছিল এক হাজার ৯৭০ মার্কিন ডলার।
আরও পড়ুন: ব্যবসায়িক গ্রুপ থেকে সয়াবিন তেল, ডাল ও চিনি কিনবে টিসিবি
অর্থাৎ এক মাসে অপরিশোধিত সয়াবিন তেলের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে।
শুধু সয়াবিন তেল নয়, বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা এখন কমতে শুরু করেছে। চাল, ভোজ্যতেল, গম, চিনি ও মসুর ডালের দাম কমছে।
তবে বাণিজ্য মন্ত্রণালয় বিশ্ববাজারের সঙ্গে সয়াবিন তেলের দাম সমন্বয়ের কোনো পদক্ষেপ এখনো নেয়নি।
বিটিটিসির সাবেক সদস্য মোস্তফা আবিদ খান বলেন, বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে যাওয়া বাংলাদেশের জন্য সুখবর। তবে মার্কিন ডলারের অস্থিতিশীল বিনিময় হার পণ্য ও ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে অন্যতম নির্ধারক।
এদিকে পাইকারি বাজারে কিছু পণ্যের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব দেখা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাশিয়ার তেলের ক্রমবর্ধমান বাজার হয়ে উঠছে ভারত, চীন
২ বছর আগে
ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে বিটিটিসির প্রতিবেদন চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
ভোজ্যতেলের বর্তমান আমদানি ও বাজার দর সম্পর্কে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) কাছে তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়াতে কোম্পানিগুলোর দেয়া প্রস্তাব যৌক্তিক কি না তা বিবেচনার আগে এ সম্পর্কে তথ্য চাইলো মন্ত্রণালয়।
সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইউএনবিকে বলেন, ‘আমরা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনকে (বিভিওআরভিএমএ) এখনই দাম না বাড়াতে বলেছি।’
আরও পড়ুন: ‘ভোজ্য তেলের আমদানির পয়সায় পদ্মা সেতু নির্মাণ করা যাবে’
তিনি বলেন, ‘বিটিটিসি থেকে প্রতিবেদন পাওয়ার পর প্রস্তাবিত দাম আমদানি মূল্যের অনুপাতে যুক্তিসঙ্গত কি না আমরা সিদ্ধান্ত নেব।’
এর আগে রবিবার বিভিওআরভিএমএ এক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয়কে জানায় তেলের নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে। তবে এতে সম্মত হয়নি মন্ত্রণালয়।
কোম্পানিগুলো বোতালজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করার প্রস্তাব করেছে।
আরও পড়ুন: আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
২ বছর আগে